নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

অগ্নিশিশু সুভাষ

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪



ভারত মায়ের অগ্নিশিশু তুমি
বীর নেতাজী সুভাষ,
জানিনা আজিকে মোদের ছাড়িয়া
কোথায় করিছো বাস?

সোনার ভারত করিতে গঠন
সাধ ছিল তব মনে,
স্বাধীনতা তরে করিয়াছ রণ
বিদেশী শত্রুর সনে।

আজাদ বাহিনী করিয়া গঠন
হইল নেতাজী নাম,
ত্যাগের মন্ত্রে লইয়াছ দীক্ষা
রাখিতে দেশের মান।

কত জননীর ঝরিল অশ্রু
কত প্রাণ বলিদান,
শহীদের রক্তে ভারত মাটিতে
বহিল রক্তের বান।

স্বদেশের তরে হাতে অস্ত্র ধরে
লড়িল ভারতবাসী,
দলে দলে বীর দেশের সন্তান
গলায় পরিল ফাঁসি।

তোমার ভারত হইল স্বাধীন
দেখিলে না বীর তুমি,
তোমারে লভিয়া ধন্য এইদেশ
স্বদেশ ভারত-ভূমি।

জন্মদিনে তব দেশবাসীগণে
জানাই মোরা প্রণাম,
সবার হৃদয়ে আছ তুমি বীর,
গাহি তব জয়-গান।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: তার বানী গুলো আমার কাছে খুব ভালো লাগে।

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। মন ভরে উঠল আপনার মন্তব্য পাঠ করে।
আগামীকাল কবির জন্মদিবসে “অজয় নদীর কাব্য” নবরূপে প্রকাশ হবে।
থাকবে আমার পূর্বপ্রকাশিত একাধিক কবিতার সংকলন।

আগামী দিনে আমার পাতায় আপনার সাদর আমন্ত্রণ রইল।
প্রিয়কবিকে জানাই আন্তরিক ভালবাসা ও অজস্র অভিনন্দন।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০১

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। মন ভরে উঠল আপনার মন্তব্য পাঠ করে।
আগামীকাল কবির জন্মদিবসে “অজয় নদীর কাব্য” নবরূপে প্রকাশ হবে।
থাকবে আমার পূর্বপ্রকাশিত একাধিক কবিতার সংকলন।

আগামী দিনে আমার পাতায় আপনার সাদর আমন্ত্রণ রইল।
প্রিয়কবিকে জানাই আন্তরিক ভালবাসা ও অজস্র অভিনন্দন।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.