নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সাঁঝের প্রদীপ জ্বলে

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬




সাঁঝের প্রদীপ জ্বলে
- লক্ষ্মণ ভাণ্ডারী

ঘরের তুলসী তলে
সাঁঝের প্রদীপ জ্বলে
গগনেতে লক্ষ তারা ফোটে,

দূরে গাঁয়ের মাঝে,
সাঁঝের সানাই বাজে
পূর্ণিমার চাঁদ হেসে ওঠে।

ফুটফুটে জোছনায়,
শিশু কাঁদে আঙিনায়
মুদে আসে দুটি আঁখিপাতা।

মাতা লয় কোলে তুলে
শিশু শুয়ে কান্না ভুলে
মাদুরে শোয়ায় তারে মাতা।

অজয়ের কিনারায়,
নদীকূলে কেউ নাই
তরীখানি বাঁধা নদী ঘাটে,

নদী ধারে ওই কূলে,
শ্মশানেতে চিতা জ্বলে
শেয়ালেরা কাঁদে দূরে মাঠে।

রাত কেটে ভোর হয়
প্রভাত হাওয়া বয়,
নতুন সকাল হয়ে আসে,

পাহাড়ের চূড়া ঘেঁষে
লাল সূর্য ওঠে হেসে
নিশির শিশির হাসে ঘাসে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৫

করুণাধারা বলেছেন: প্রথম মন্তব্য করছি এটা জানাতে যে আপনার সব কবিতাই পড়ি; বেশ শান্তির ভাব আছে আপনার কবিতায়।

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। মন ভরে উঠল আপনার মন্তব্য পাঠ করে।
আগামীকাল কবির জন্মদিবসে “অজয় নদীর কাব্য” নবরূপে প্রকাশ হবে।
থাকবে আমার পূর্বপ্রকাশিত একাধিক কবিতার সংকলন।

আগামী দিনে আমার পাতায় আপনার সাদর আমন্ত্রণ রইল।
প্রিয়কবিকে জানাই আন্তরিক ভালবাসা ও অজস্র অভিনন্দন।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । অনেক ভালো লাগলো

২৪ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। মন ভরে উঠল আপনার মন্তব্য পাঠ করে।
আগামীকাল কবির জন্মদিবসে “অজয় নদীর কাব্য” নবরূপে প্রকাশ হবে।
থাকবে আমার পূর্বপ্রকাশিত একাধিক কবিতার সংকলন।

আগামী দিনে আমার পাতায় আপনার সাদর আমন্ত্রণ রইল।
প্রিয়কবিকে জানাই আন্তরিক ভালবাসা ও অজস্র অভিনন্দন।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.