নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রভাত হাওয়া বয়

২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৩



প্রভাত হাওয়া বয়
- লক্ষ্মণ ভাণ্ডারী।


আকাশ পারে পূবের কোণে
লাল সূর্য রোজ ওঠে।
ফুল বাগানে ফুলের কলি
একে একে সব ফোটে।

ফুলের বনে মধু আহরণে
ছুটে আসে মধুকর,
ফুলের গন্ধে মাতাল হয়ে
গুঞ্জরি আসে ভ্রমর।

দিঘির জলে শালুক ফোটে
ফোটে শত শতদল,
তরুর শাখে পাখিরা ডাকে
করে কত কোলাহল।

অজয় ঘাটে নদীর তটে
যাত্রী আসে দলেদলে,
গাঁয়ের মাঝি ভাসায় আজি
তরণী নদীর জলে।

ঝোপের আড়ে ডাহুক ডাকে
কাঁকন তলার মাঠে,
কলসী কাঁখে গাঁয়ের বধূ
জল নিতে আসে ঘাটে।

প্রভাতে রবি ছড়ায় কিরণ
ভুবন আলোক-ময়,
নদীর কূলে স্নিগ্ধ শীতল
প্রভাত হাওয়া বয়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি, আপনার কবিতা বুঝতে একটু ও কষ্ট করতে হয় না।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আজকের পাতায় আমন্ত্রণ।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: দারুন ছন্দময়।
খুব ভাল লেগেছে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আজকের পাতায় আমন্ত্রণ।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার কবিতায় ঘুরে ফিরে শুধু অজয় নদীর কথা আসে।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
আজকের পাতায় আমন্ত্রণ।
আবার অজয় নদীর কথা ও কাব্য।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.