নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার মা

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯



বাংলা আমার মা
- লক্ষ্মণ ভাণ্ডারী





বাংলার মাঠে সোনার ফসল
সোনা ফলে রাশি রাশি,
আমার বাংলা সোনার বাংলা
বাংলা মাকে ভালবাসি।

বাংলা আমার রূপোর কাঠি
রূপের নাইকো শেষ,
সুজলা সুফলা শস্যে শ্যামলা
আমার এ বাংলাদেশ।

বাংলার মাটি বাংলার জলে
পরিপুষ্ট হয় দেহ,
বাংলায় হেরি মাটির ছায়া
মমতা মাখানো স্নেহ।

বাংলার নদী বাংলার জলে
পাল তুলে নৌকা ভাসে,
প্রভাতে হেরি সোনার অরুণ
হিম পড়ে দুর্বা ঘাসে।

বাংলার মাঠে চাষী ধান কাটে
সুরে সুরে গায় গান,
রাখালিয়া সুরে রাখালের বাঁশি
মাতাল করে পরাণ।

বাংলার পথে একতারা হাতে
বাউলেরা গান গায়,
তরুর শাখায় বিহগেরা গায়
চিত্তে পুলক জাগায়।

বাংলা আমার মায়ের ভাষায়
কবিতা রচিত কত,
বাংলায় হেরি পুষ্পের কাননে
ফোটে ফুল শত শত।

বাংলার মাটি মা যে আমার
বাংলা মাকে ভালবাসি,
পুনর্বার যেন জন্ম লয়ে আমি
বাংলায় ফিরে আসি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

নাসরীন খান বলেছেন: ভাল লাগল।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: পাতায় সু-স্বাগতম। সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর লিখেছেন । ভালো লাগলো ।

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার ভালো লাগা আমার এগিয়ে চলার প্রেরণা।
সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো স্যার

৩১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার ভালো লাগা আমার এগিয়ে চলার প্রেরণা।
সুন্দর মন্তব্য পাঠে মুগ্ধ হলাম। আপনাকে অশেষ ধন্যবাদ।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: আপনার কবিতা গুলি খুব সুন্দর, সঙ্গের ছবি গুলি আরও সুন্দর। আপনাদের সীতাভোগ, মিহিদানা, নিয়ে যদি কিছু লেখেন ভাল লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.