নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গোলাপের ভালবাসা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

আজ সারা বিশ্বের সর্বত্রই গোলাপ দিবস পালিত হচ্ছে। একটি গোলাপের বিনিময়ে ভালবাসার নতুন সূচনা।
একটি গোলাপের বিনিময়ে সুদৃঢ় হোক ভালবাসার অটুট বন্ধন।
সেই উদ্দেশ্যে লেখা আমার অমর কবিতা।




গোলাপের ভালবাসা
- লক্ষ্মণ ভাণ্ডারী

গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
অবিরত নিত্য নব জাগে মনে আশা।
গোলাপের সুরভিত সমধুর ঘ্রাণে,
দেয় নবীন উল্লাস সুকোমল প্রাণে।

একটি গোলাপ যদি করো বিনিময়,
সারাটা জীবন হয়ে রবে সুখময়।
জীবন আলোকময় গোলাপ প্রদানে,
সুখ ও সমৃদ্ধি আর ভালবাসা আনে।

গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
এক হয় দু’টি মন অভিন্ন হৃদয়।
হৃদয়ের প্রেম প্রীতি ভালবাসা আর,
গোলাপের বিনিময়ে প্রীতি উপহার।

গোলাপের ভালবাসা ছিন্ন নাহি হয়,
মরণের পরে সেযে স্মৃতি হয়ে রয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: হ্যাপি রোজ ডে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.