নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বসন্তে আজ রং ছড়ালো

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে সেরা টেডি দিবস। হ্যাপি টেডি দিবসের শুরু হোক এক অভিনব মনোভাবনা সুবাসিত রক্ত গোলাপের পরশে । সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি।
আজকের টেডি দিবসের নতুন ভাবনায় লেখা আমার কবিতা।





বসন্তে আজ রং ছড়ালো
- লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তে আজ রং ছড়ালো
মনের আঙিনায়,
টেডি দিবসে আজকে বন্ধু
মন তোমারে চায়।

বন্ধ মনের দুয়ার খুলে
দেখি দু’চোখ ভরে,
হদয় তব রয়েছে খোলা
চিরদিনের তরে।

শুভেচ্ছা প্রীতি ভালবাসায়
ভরিয়ে দেবো মন,
রক্ত গোলাপ দিয়ে তোমায়
নেবো করে আপন।

আজকে জানি ধরণীতলে
ভালবাসার খেলা,
তোমায় নিয়ে কাটবে বন্ধু
আজকে সারাবেলা।

কবি হৃদয়ে পরশ দিয়ে
আপন করে নিও,
যতন করে রক্ত গোলাপ
হৃদয়ে রেখে দিও।

প্রিয়া পরশে টেডি বিয়ার
করি আকণ্ঠ পান,
জড়িয়ে ধরে গাইবো আমি
ভালবাসার গান।

প্রেমিক কবি কবিতাপ্রেমী
এই ধরণীর তলে,
কবির প্রেমে কবিতা আজ
হৃদয়ের কথা বলে।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

সর্বপ্রথম আমেরিকার মরিস মিচটম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টকে উত্সর্গ করে টেডি বিয়ার বাজারজাত করেন। স্বাভাবিকভাবেই অল্প দিনেই বাচ্চাদের মাঝে টেডির হিড়িক পড়ে যায়। বিশ শতকের সেই টেডি বিয়ারের রূপ অনেক পাল্টেছে কিন্তু টেডির প্রতি ভালোবাসাটা রয়ে গেছে ঠিক আগের মতোই, তাই তো ভালোবাসার মানুষটিকে ভালোবাসার জিনিসটি দেওয়ার জন্যই পালন করা হয় হ্যাপি টেডি ডে।
পরিসংখ্যানে দেখা গিয়েছে, উপহার হিসেবে মেয়েরা টেডি বিয়ার অধিক পছন্দ করে। সেই অনুযায়ী পাশ্চাত্যে এই দিনটিকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে হরেক রকমের টেডি বিয়ার বাজারজাত করা হয়, যাতে পছন্দের টেডি বিয়ারটি কারো মুখে হাসি ফোটাতে পারে। হ্যাপি টেডি দিবসের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

উভয় প্রিয়কবিদ্বয়কে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার দাদা
ভালো থাকবেন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: আজ সারা বিশ্বে পালিত হচ্ছে টেডি বিয়ার দিবস।
উপহার হিসেবে মেয়েরা টেডি বিয়ার অধিক পছন্দ করে। সেই অনুযায়ী পাশ্চাত্যে এই দিনটিকে সামনে রেখে সাশ্রয়ী মূল্যে হরেক রকমের টেডি বিয়ার বাজারজাত করা হয়, যাতে পছন্দের টেডি বিয়ারটি কারো মুখে হাসি ফোটাতে পারে। হ্যাপি টেডি দিবসের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা।

আগামী কাল প্রতিশ্রুতি দিবস। নতুন ভাবনায় কবিতা প্রকাশিত হবে। সাথে থাকুন , পাশে থাকুন।
প্রিয়জনকে আমরা অনেক কথাই দিয়ে থাকি, কিন্তু তার সবই রাখা হয়ে উঠে না, অনেক সময় মনেই থাকে না। তাহলে একবার ভাবুন তো, আপনার কাছের মানুষটির কাছে আপনার মূল্য দিন দিন কমে যাচ্ছে না তো? সম্পর্কের এই দিকটির বিবেচনা করেই প্রমিস ডে। এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? স্বাভাবিকভাবেই কাছের মানুষটি আমৃত্যু একটি প্রতিশ্রুতি চায়,তা হল যেকোনো পরিস্থিতিতে আপনার সহায়তা। নির্দিষ্ট এই দিনটিতে আপনি এই প্রতিশ্রুতিটি করতে পারেন যা আপনাদের সম্পর্কের প্রতিশ্রুতি বজায় রাখতে পারে।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.