নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার লাল গোলাপ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০




আজ সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে কিস দিবস। এক অভিনব মনোভাবনা সুবাসিত ভালবাসার পরশে সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি।
সেই নতুন ভাবনায় লেখা আমার কবিতা।


ভালবাসার লাল গোলাপ
- লক্ষ্মণ ভাণ্ডারী

ভালোবাসার লাল গোলাপে
রঙিন হলো মন,
বসন্তে আজ মাতাল হয়ে
বইছে সমীরণ।

পূবের রবি আঁকলো ছবি
সারা ভুবন জুড়ে,
খুশির দিনে রঙ ছড়ালো
দূরে পাহাড় চূড়ে।

ভালবাসার নীল চাদরে
মোড়া আকাশখানি,
পলাশ রঙে পরাগ মাখা
ঘোমটা মুখে টানি।

কোকিল ডাকে আমের শাখে
অলিরা আসে ধেয়ে,
জীবন মাঝি ভাসিয়ে তরী
চলছে বৈঠা বেয়ে।

ভালবাসার জীবন তরী
জীবন নদী-কূলে,
তোমায় নিয়ে স্রোতের টানে
চলবে হেলে দুলে।

কিস দিবসে প্রেম পরশে
আজ খুশির দিনে,
ভালবাসার গোলাপ দিয়ে
নেবো তোমায় কিনে।

গোলাপ রাঙা অধর দুটি
উঠবে জানি কেঁপে,
ভালবাসার নয়ন মেলে
দেখবো পাশে থেকে।

ভালবাসার লাল গোলাপে
প্রেমের এলো বান,
বসন্ত আজ রঙ ছড়ায়ে
গাইছে সুরে গান।


সিঁদুর রাঙা ভালবাসা
(পূর্বদিনে প্রকাশিত ও আজকের শেষ সম্পাদনা সহ)
- লক্ষ্মণ ভাণ্ডারী


সিঁদুর রাঙা ভালবাসার
দিনটি মনে রাখি,
আজ মোদের বাইশতম
বিবাহের বার্ষিকী।

স্মৃতি পাতায় বাজে সানাই
মনের আঙিনায়,
সেদিন ছিল বিয়ের লগ্ন
আজকে লগ্ন নাই।

সেদিন ছিল খুশিতে ভরা
ভুবন আলোময়,
স্মৃতিতে ভরা দিনটি আজ
স্মৃতিপটে অক্ষয়।

সেজেছিলাম সেদিন আমি
বরের নব সাজে,
স্মৃতিতে ঘেরা দিনটি আজ
জাগে মনের মাঝে।

টোপর মাথে সেদিন রাতে
সাথীরে প্রথম দেখা
প্রিয়ার চোখে প্রথম দেখা
হৃদয়ে আছে লেখা।

শঙ্খ বাজায় মেয়েরা সব,
মায়েরা উলু দেয়,
বর বধুকে সবাই এসে
বরণ করে নেয়।

ভালবাসার অবুঝ মনে
মিললো দুটি হাত,
পরিয়ে মালা সিঁদুর খেলা
কাটে বাসর রাত।

স্মৃতির রাশি বাজায় বাঁশি
আজ খুশির দিনে,
বাইশ তম পুরানো স্মৃতি
আজও পড়ে মনে।



মনে রাখবেন:
১. প্রেয়সীকে একটা গোলাপ দিতে কোন আলাদা 'রোজ ডে' লাগে না যদি ভালোবাসা টা সত্যি হয়।
২. ভালোবাসার মানুষকে একবার ভালোবাসার প্রস্তাব দিতে আলাদা কোন 'প্রপোজ ডে' লাগে না যদি ভালোবাসা খাদ মুক্ত হয়।
৩. ভালোবাসার মানুষকে ভালোবেসে চকলেট দিতে আলাদা কোন 'চকলেট ডে' লাগে কি? কখনোই না!
৪. ভালোবাসার মানুষকে একটা টেডিবিয়ার কিনে দিয়ে ছোট বাচ্চা দের মত খুশি করতে আলাদা কোন 'টেডি ডে' দরকার পড়ে না।
৫. ভালোবাসার মানুষকে আজীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে আলাদা কোন 'প্রমিজ' দরকার পড়ে না।
৬. আপনজনের সান্নিধ্যের নতুন আলো পথ দেখায় নতুন আঙ্গিকে। ’হাগ ডে’। বাংলা করলে যা দাঁড়ায়- ’আলিঙ্গন দিবস’। আর সে আলিঙ্গনটি হতে পারে প্রিয় মানুষ, প্রিয় প্রাণীটির সঙ্গেও।
৭. প্রেয়সী কে একবার ভালোবেসে তার ঠোঁট স্পর্শ করতে আলাদা কোন 'কিস ডে' এর প্রয়োজন পড়ে কি??
৮. প্রেয়সী কে ভালোবাসার কথা জানাতে কি শুধু বছরে একটি দিনই হয়?? আর কোন দিন কি বলা যায় না?? ভালোবাসা দিবস কি একটাই?? পুরো বছরে কি আর ভালোবাসার কথা বলা যায় না??

প্রকৃত ভালোবাসা মানে না কোন আলাদা দিন।নির্দিষ্ট একটি দিনে সীমাবদ্ধ থাকে না। বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে। শুধু নির্দিষ্ট কয়েকটি দিবসকে কেন্দ্র করে নয়, জীবনের প্রতিটি মাস, ক্ষণ ভরে থাকুক শুধু আনন্দে উচ্ছ্বাসে আর নিরন্তর ভালোবাসায়। ভালোবাসায় পূর্ণ হোক সবার হৃদয়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


ছবিতে, অজয় নদীর তীরের লোকদের দেখতে কেমন আমাদের মতো মনে হচ্ছে না

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ২২ তম বিবাহ বার্ষিকীটা কি শুধুই ছন্দে নাকি বাস্তবে দাদা?

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.