নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গোলাপ দিয়ে কেনা ভালবাসা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৩

নব বসন্তের ভালবাসার দিনগুলি একে একে পার হয়ে গেল। গোলাপ-দিবস, প্রস্তাবিত দিবস, চকোলেট দিবস, টেডি দিবস, প্রতিশ্রুতি দিবস, আলিঙ্গন দিবস ও সবশেষে বিশ্ব ভালবাসা দিবস। আনন্দ কভু গোলাপ প্রদানে সীমাবদ্ধ নয়। অন্নদান ও রুটিদানেও সমান আনন্দ উপভোগ করা যায়।

সত্যিকারের ভালবাসা গোলাপ দিয়ে কেনা যায় না। এর জন্য চাই সত্যিকারের মন। দুটি মন এক হলেই তবে ভালবাসী চিরস্থায়ী হয়ে রয়।
মানুষে মানুষে ভালবাসাই হল প্রকৃত ভালবাসা। এর মাধ্যমে দেশ বাঁচবে, জাতি বাঁচবে। সাম্প্রদায়িকতার বিষ চিরতরে নির্মূল হবে।

আসুন, আমরা জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বুকে টেনে নিই। মানুষকে মানুষে রোপন করি ভালবাসার বীজ। সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি। বিগত ভালবাসা দিবসের নতুন ভাবনায় আমার কবিতা।





গোলাপ দিয়ে কেনা ভালবাসা
- লক্ষ্মণ ভাণ্ডারী

প্রেমের গোলাপ যদি দেয় প্রিয়জনে,
বিনিময়ে হৃদয়ের ভালবাসা কেনে।
গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
মনে জাগে নব প্রেম নব নব আশা।

ভালবাসা দিবসে গোলাপ বিনিময়,
অভিন্ন হৃদয় দুটি এক হয়ে রয়।
গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
লাগে ভাল তাই সবে ভালবাসা কয়।


ভালবাসা বাজারেতে হৃদয় বিক্রয়,
কাঁটাযুক্ত গোলাপের বিদীর্ণ হৃদয়।
ভালবাসা কাঁটা হয়ে যদি বিঁধে যায়,
আত্মহত্যা ছাড়া আর অন্য পথ নাই।


কাঁটা ভাবি চিন্তা সবে কর অকারণ,
গোলাপ বিহীনে ব্যর্থ মানব জীবন।
গোলাপের গায়ে কাঁটা সুগন্ধ ছড়ায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে বিমুগ্ধ ও প্রীত হলাম।

আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই।

সত্যিকারের ভালবাসা গোলাপ দিয়ে কেনা যায় না। এর জন্য চাই সত্যিকারের মন।
দুটি মন এক হলেই তবে ভালবাসী চিরস্থায়ী হয়ে রয়।

অভিশপ্ত বিশ্ব ভালবাসা দিবসের চির অবসান হোক।

আসুন, ভালোবাসা দিবসে ভালোবাসি প্রিয়জনকে, ভালোবাসি মা-বাবাকে, ভালোবাসি ভাই-বোনকে, ভালোবাসি পাড়া-প্রতিবেশীকে এবং ভালোবাসি সেই সব অসহায় মানুষদেরকে, যাদের ভালোবাসার মত কেউ নেই।

শুভকামনা রইল সদা সর্বদা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.