নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জোছনা ঝরা রাত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩



জোছনা ঝরা রাত
- লক্ষ্মণ ভাণ্ডারী


আকাশ জুড়ে তারার মেলা
চাঁদ উঠেছে ওই,
চাঁদের দিকে তাকিয়ে থেকে
নয়ন মেলে রই।

আঁধার রাতে চাঁদ উঠেছে
পাহাড়চূড়ো ঘেঁষে,
ভুবন ভরা আলোর খেলা
জোছনা ঝরে হেসে।

মাটির ঘরে ঘেরা উঠোনে
মাদুর পেতে ভুঁয়ে,
ছোট শিশুটি মায়ের কাছে
পাশেই আছে শুয়ে।

বাঁশ বাগানে মুরগীগুলো
বেড়ায় ঘুরে ঘুরে,
মহুল বনে মাদল বাজে
বাঁশির সুরে সুরে।

নদীর ঘাটে বালির চরে
জোছনা খেলা করে,
অজয় নদী আপন মনে
বয়ে চলে মন্থরে।

পূব আকাশে ফুটলো আলো
হয়ে এলো প্রভাত,
মনের কোণে হারিয়ে যায়
জোছনা ঝরা রাত।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
অনেক অনেক অভিনন্দন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লাগল।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
অনেক অনেক অভিনন্দন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
অনেক অনেক অভিনন্দন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সব লেখাই শেষ পর্যন্ত অজয় নদীতে গিয়ে ঠেকে। খুব ভাল লেগেছে, আপনার অজয় প্রেমে মুগ্ধ আমি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
অনেক অনেক অভিনন্দন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনার ছন্দময় কবিতা গুলো দারুন লাগে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫২

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
অনেক অনেক অভিনন্দন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়।
অনেক অনেক অভিনন্দন। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.