নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার মায়ের ভাষা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩



বাংলা আমার মায়ের ভাষা
- লক্ষ্মণ ভাণ্ডারী

বাংলা আমার মায়ের ভাষা
প্রভাত পাখির গান,
বাংলা আমার জ্ঞানের গরিমা
বাংলা আমার প্রাণ।

বাংলার গাছে দোয়েল নাচে
কোকিলের কুহুতান,
বাংলার মাটি সুজলা সুফলা
মাঠে ফলে সোনাধান।

বাংলার জলে রাজহাঁস চরে
পানকৌড়ি রোজ আসে,
বাংলায় হেরি সবুজ ঘাসে
সোনা ঝরা রোদ হাসে।

বাংলায় শুনি পাখিদের গান
গাছে গাছে ধরে ফল,
ফুলকলি ফোটে ফুলের বাগানে
আসে ধেয়ে অলিদল।

বাংলার মাঠে চাষীরা সকলে
মাঠে মাঠে করে চাষ,
মাটিতে ফলায় সোনার ফসল
সুখে থাকে বারো মাস।

বাংলার পথে একতারা হাতে
বাউলেরা গায় গান,
রাখালিয়া সুরে বাঁশরি বাজে
ভরে ওঠে মনপ্রাণ।

বাংলা আমার মাটি আমার
সুখের স্বর্গীয় ধাম,
বাংলার মাটি মা যে আমার
মাকে জানাই প্রণাম।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

স্বার্থহীন বলেছেন: অসাধারণ লিখেছেন ভাইয়া ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ লাগলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: বাংলার শ্বাশত রূপ নিয়ে লেখা।
অনেক ভাল হয়েছে বরাবরের মতো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

আকিব হাসান জাভেদ বলেছেন: বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ
এ বাংলার কৃতি সন্তান
নামটা তাহার লক্ষণ।
সুন্দর লিখেছেন। জাতীয় বইয়ে প্রকাশ করার মতো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ফাইন।রুপোলী বাংলার রুপে মুগ্ধ হলাম।শুভেচছা রইল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর লাগলো। +
কিন্তু ২১ শে ফেব্রুয়ারি কেটেছে সারাদিন মাইক এ বেবিকো বেজ পছন্দ হ্যায় শুনে।
টোটালি রূটলেস একটা প্রজন্ম তৈরী হচ্ছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খুব ভাল লাগলো কবিতাটি প্লাস+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


আমিও বাংলায় কথা বলি; এখন থেকে বলতে পারবেন, "বাংলা হলো ব্লগারদের ভাষা"।

পদ্যে মমতা আছে

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩

সামিয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন কবি ।।
শুভকামনা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.