নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

এসেছে ফাগুন (গীতি কবিতা)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫



এসেছে ফাগুন (গীতি কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী

এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন,
মনে মনে রং লাগে হৃদয়ে আগুন।
কোকিলের কুহুতানে
প্রভাত পাখির গানে
নতুন প্রভাত আনে এসেছে ফাগুন।
ধেয়ে আসে অলিদল করে গুনগুন।
ওরে মন………
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।


ফাগুন এসেছে ভাই শীত আর নাই,
ফুটেছে হরেক ফুল ফুল বাগিচায়।
অজয়ের দুই কূলে
বন পলাশের ফুলে
ভাটিয়ালি সুর তুলে, মাঝি খেয়া বায়।
পালতোলা তরীখানি জলে ভেসে যায়।

এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।
দূর হতে আসে ভেসে রাখালিয়া ধূন।
মনে মনে রং লাগে
হৃদয়ে পুলক জাগে
ফোটে ফুল ফুলবাগে উঠেছে অরুণ।
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।
ওরে মন………
এসেছে ফাগুন ভাই এসেছে ফাগুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.