নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

সুখের সংসারে জ্বলবে আগুন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬




সুখের সংসারে জ্বলবে আগুন
- লক্ষ্মণ ভাণ্ডারী

সুখের সংসারে জ্বলবে আগুন
অশান্তির ঝড় যদি আসে।
আজকের মীরজাফর প্রতি ঘরে
খল খল অট্ট-হাসি হাসে।

শুনতে পাই আজও সিরাজের কান্না
ভেসে আসে আকাশে বাতাসে,
সাজানো সংসার জ্বলে হয় ছারখার
মা বোনেরা আঁখিজলে ভাসে।

মরে নি রাবণ আজও বেঁচে আছে
আজও হতেছে সীতা হরণ,
কলির দুঃশাসন সজোরে নেয় কেড়ে
মা বোনেদের অঙ্গের বসন।

কান পেতে শুনি কাঁদে পশুপাখি
তাঁদেরই করুণ আর্তনাদে,
সতীত্ব হারায়ে বঙ্গের ললনারা
আজও পথে পথে কাঁদে।

মেতেছে পৃথিবী হত্যা জিঘাংসায়
মানুষের কাঁদে না তো মন,
হত্যায় রঞ্জিত বসুন্ধরার ধূলিতে
যায় শোনা বুকফাটা ক্রন্দন।

মুছে নাও আঁখিজল এসেছে সময়
জেগে ওঠো বঙ্গের নারী,
আগুন জ্বলুক দুচোখে তোমার
শক্ত হাতে ধরো তরবারি।

কাঁপুক বসুধা হুংকারেতে তব
এসো আজ বধিতে মহিষাসুর,
রণ হুংকারে কাঁপিয়ে ধরিত্রীরে
তাদের দুঃখ ব্যথা করো দূর।

সবুজের প্রান্তরে রক্তাক্ত ধরাতল
জমেছে তাজা রক্ত দূর্বা ঘাসে,
প্রতি ঘরে ঘরে জ্বলছে দাবানল
মীরজাফরের দল আজও হাসে।

সুখের সংসারে জ্বলবে আগুন
অশান্তির ঝড় যদি আসে।
আজকের মীরজাফর প্রতি ঘরে
খল খল অট্ট-হাসি হাসে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ, ভালবাসা রইলো ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

লক্ষণ ভান্ডারী বলেছেন:
বসন্তের হাওয়া এবার স্তব্ধ হয়ে যাক। নদীর কলতানে তাই বিদ্রোহের গীতি কবিতা। শাল পিয়ালের বনেবনে পাতাদের মর্মর ক্রন্দনধ্বনি। থেমে যাক ক্ষুধার্ত মানুষের ক্রন্দন। বসন্তের আবীর হলো স্নেহ আর ভালবাসার পরশ। রক্তের হোলি চিরতরে বন্ধ হোক। ফাগুনের শুভ দোলপূর্ণিমা তবেই হবে মধুর সুন্দর ও মনোরম। এই হোক আমার, আপনার, সবার আর সকলের কাছে শেষ নিবেদন।

আপনাকে আগামী শুভ দোল পূর্ণিমার আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: বেশ সুন্দর ভালো লাগলো।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন:
বসন্তের হাওয়া এবার স্তব্ধ হয়ে যাক। নদীর কলতানে তাই বিদ্রোহের গীতি কবিতা। শাল পিয়ালের বনেবনে পাতাদের মর্মর ক্রন্দনধ্বনি। থেমে যাক ক্ষুধার্ত মানুষের ক্রন্দন। বসন্তের আবীর হলো স্নেহ আর ভালবাসার পরশ। রক্তের হোলি চিরতরে বন্ধ হোক। ফাগুনের শুভ দোলপূর্ণিমা তবেই হবে মধুর সুন্দর ও মনোরম। এই হোক আমার, আপনার, সবার আর সকলের কাছে শেষ নিবেদন।

আপনাকে আগামী শুভ দোল পূর্ণিমার আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


অজয় নদীতে পানি আছে, আগুন লাগলে ভয় নেই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: পাতায় সুস্বাগতম।

অজয় নদী শান্ত পরিবেশে কতিপয় অমানবিক কার্যকলাপে সবুজের প্রান্তরে আজও রক্তের হোলি খেলা চলে নিরীহ মানুষের তাজা রক্তে।

সারি সারি রক্তাক্ত মানুষের দল আজও শানিত তলোয়ারের ধার দিয়ে কেটে দেয় কৈশোরের কিশলয় ডানা। তারপরে এক চৈতালী অমাবস্যা রাতে আকাশে বিদ্যুতের চকিত হানা, বজ্রের নিনাদ আসন্ন কালবৈশাখী মাঠের মাঝে দাঁড়িয়ে হাসতে থাকে নরপশুর দল।

বসন্তের হাওয়া এবার স্তব্ধ হয়ে যাক। নদীর কলতানে তাই বিদ্রোহের গীতি কবিতা। শাল পিয়ালের বনেবনে পাতাদের মর্মর ক্রন্দনধ্বনি। থেমে যাক ক্ষুধার্ত মানুষের ক্রন্দন। বসন্তের আবীর হলো স্নেহ আর ভালবাসার পরশ। রক্তের হোলি চিরতরে বন্ধ হোক। ফাগুনের শুভ দোলপূর্ণিমা তবেই হবে মধুর সুন্দর ও মনোরম। এই হোক আমার, আপনার, সবার আর সকলের কাছে শেষ নিবেদন।

আপনাকে আগামী শুভ দোল পূর্ণিমার আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.