নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের গান (গীতি কবিতা)

০১ লা মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এই দোল পূর্ণিমা আপনাদের জীবনে নতুন প্রত্যাশা, নতুন উদ্যম, নির্মল আনন্দ, সুস্বাস্থ্য, খুশি ও সমৃদ্ধি বয়ে আনুক। শুভ দোলপূর্ণিমা জাতীয় জীবনে সর্বাঙ্গীন।
আসুন, আজ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির রঙে মনকে রাঙিয়ে তুলি। দোলপূর্ণিমা মানে শুধু রং খেলা নয়, দোলপূর্ণিমা হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন।
তাই আসুন, বসন্তের সুরে সুরে, কোকিলের কুহুতানে, ভ্রমরের গুনগুন গুঞ্জনের সাথে আজ আমরা সমবেতভাবে গেয়ে উঠি হৃদয় রাঙানোর গান, ফাগুনের গান।




ফাগুনের গান (গীতি কবিতা)
- লক্ষ্মণ ভাণ্ডারী

কোকিল কুহু ডাকিছে
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

শিমূল পলাশের বন
সুগন্ধে আকুল মন,
দেহে আর মনে রং লাগে।
(ওরে ভাই)
দেহে আর মনে রং লাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

আঙিনায় কৃষ্ণচূড়া,
পুষ্পেপুষ্পে ভরাভরা,
শোভিছে তরু অরুণরাগে।
(ওরে ভাই)
শোভিছে তরু অরুণ রাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

পুঞ্জে পুঞ্জে অলিগণ,
করে মধু আহরণ,
গুন গুন করে ফুল-বাগে।
(ওরে ভাই)
গুন গুন করে ফুল-বাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

ফাগুনে হোলির দিনে
প্রাণের বঁধুয়া বিনে
কোন কাজে মন নাহি লাগে।
(ওরে ভাই)
কোন কাজে মন না লাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।

কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।

ফাগুয়ায় রং ছড়াবো,
আবীরে ভুবন ভরাবো
উঠবো মেতে ফাগুয়ার ফাগে।
(ওরে ভাই)
উঠবো মেতে ফাগুয়ার ফাগে।
…….হৃদয়ে পুলক তাই জাগে।
(ওরে ভাই)
হৃদয়ে পুলক তাই জাগে।
কোকিল কুহু ডাকিছে,
ফাগুনে ফুল ফুটেছে,
হৃদয়ে পুলক তাই জাগে।




মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩০

তারেক_মাহমুদ বলেছেন: ফাগুনের রঙে রঙিন কবিতা। অনেক ভাল লাগলো।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
ফাগুনেরই রক্তরঙা পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ায় পাকিস্তানি বাহিনী ফেলেছিল স্বার্থান্বেষী থাবা। কেড়ে নিতে চেয়েছিল মুখের ভাষা। কিন্তু নিজেদের রক্ত ঝরিয়ে অধিকার আদায় করে বাঙালি সেদিন ফুটিয়েছিল প্রিয় রক্তফুল, প্রিয় ভাষা।

দোলপূর্ণিমা মানে শুধু রং খেলা নয়, দোলপূর্ণিমা হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন। আসুন আমরা সেই প্রীতির বন্ধন গড়ে তুলি।
শুভ দোলপূর্ণিমার শুভকামনা রইল নিরন্তর ও সতত।

সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

কামরুননাহার কলি বলেছেন: ভালো লেগেছে কবিতাটি ।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
ফাগুনেরই রক্তরঙা পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ায় পাকিস্তানি বাহিনী ফেলেছিল স্বার্থান্বেষী থাবা। কেড়ে নিতে চেয়েছিল মুখের ভাষা। কিন্তু নিজেদের রক্ত ঝরিয়ে অধিকার আদায় করে বাঙালি সেদিন ফুটিয়েছিল প্রিয় রক্তফুল, প্রিয় ভাষা।

দোলপূর্ণিমা মানে শুধু রং খেলা নয়, দোলপূর্ণিমা হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন। আসুন আমরা সেই প্রীতির বন্ধন গড়ে তুলি।
শুভ দোলপূর্ণিমার শুভকামনা রইল নিরন্তর ও সতত।

সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: বসন্ত আমার প্রিয় ঋতু।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
ফাগুনেরই রক্তরঙা পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ায় পাকিস্তানি বাহিনী ফেলেছিল স্বার্থান্বেষী থাবা। কেড়ে নিতে চেয়েছিল মুখের ভাষা। কিন্তু নিজেদের রক্ত ঝরিয়ে অধিকার আদায় করে বাঙালি সেদিন ফুটিয়েছিল প্রিয় রক্তফুল, প্রিয় ভাষা।

দোলপূর্ণিমা মানে শুধু রং খেলা নয়, দোলপূর্ণিমা হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন। আসুন আমরা সেই প্রীতির বন্ধন গড়ে তুলি।
শুভ দোলপূর্ণিমার শুভকামনা রইল নিরন্তর ও সতত।

সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.