নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

হোলির গান

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬

ফাগুনের এই পবিত্রতম হোলি দিবস জাতীয় জীবনে সর্বাঙ্গীন। আসুন, আজ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খুশির রঙে মনকে রাঙিয়ে তুলি। রঙের হোলি মানে শুধু রং খেলা নয়, ফাগুয়া হোলি হল মানুষে মানুষে প্রেম আর প্রীতির এক সুদৃঢ় অটুট বন্ধন।

তাই আসুন, বসন্তের সুরে সুরে, কোকিলের কুহুতানে, ভ্রমরের গুনগুন গুঞ্জনের সাথে আজ আমরা সমবেতভাবে গেয়ে উঠি হৃদয় রাঙানোর গান, ফাগুয়া হোলির গান।



হোলির গান
-লক্ষ্মণ ভাণ্ডারী


এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।


রঙে রঙে ছেয়েছে আকাশ
সৌরভেতে ভরেছে বাতাস।
পলাশ শিমূল রং ছড়ালো তরুর শাখায় শাখায়।


এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো, আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।


অরুণ রবি ছড়ালো কিরণ সুদূর গগনে
মেতেছে ভাই সবাই আজ মধুর লগনে।
খুশির আজ বান ডেকেছে সবার হৃদয় আঙিনায়।


এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো, আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।


খুশির রঙে রঙ ছড়ালো অজয়ের দুইকূল,
বনে বনে ফুল ফুটেছে পলাশ আর শিমূল।
জীবন মাঝি তরণী আজি আনে নদীর কিনারায়।


এসো এসো ভাই
আজকে সবাই,
খেলবো হোলি রং লাগাবো, আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।


কবি আমি ভাই
হোলির গান গাই
কবিগণ সব এসো সবাই আমার কবিতার পাতায়।


এসো এসো ভাই
আজকে সবাই
খেলবো হোলি রং লাগাবো আবীর মেখে গায়।
এসো এসো গুণীজন সব আবীর দেবো রাঙাপায়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমার খুব হোলি খেলতে ইচ্ছা করে।

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনাকে বিগত হোলি দিবসের আন্তরিক
প্রীতি ও শুভেচ্ছা জানাই।


গতকাল পোস্ট দিতে পারি নি।
অসুবিধার জন্য বিশেষ দুঃখিত।


শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

২| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৩২

লক্ষণ ভান্ডারী বলেছেন:
বিগত হোলি দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।


গতকাল ব্যস্ততার কারণে পোস্ট দিতে পারি নি।
অসুবিধার জন্য বিশেষ দুঃখিত।


শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৩| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও হোলি দিবসের শুভেচ্ছা।

৪| ০৩ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: বিগত হোলি দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
গতকাল ব্যস্ততার কারণে পোস্ট দিতে পারি নি।
অসুবিধার জন্য বিশেষ দুঃখিত।


শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৫| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকে বিগত হোলি দিবসের আন্তরিক
প্রীতি ও শুভেচ্ছা জানাই।


গতকাল পোস্ট দিতে পারি নি।
অসুবিধার জন্য বিশেষ দুঃখিত।


শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

খুব সুন্দর করে মন্তব্যতের উত্তর দিয়েছেন।

০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: অজয় নদীর কাব্য শুধু আপনার অনুরোধে
পুনঃ সম্পাদনা করে প্রকাশ দিয়েছি।
পাঠ করার অনুরোধ রইল।

শুভকামনা রইল প্রতিনিয়ত ও নিরন্তর।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.