নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ের অজয় নদী

০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৪



রাঙাপথ এসে মিশে নদী কিনারায়,
গাঁয়ের অজয় নদী বয়ে চলে যায়।
পূরবে হাসিছে হেরি অরুণ তপন,
পসরা সাজায়ে লয়ে আসে যাত্রীগণ।


নদীঘাটে জমে ভিড় অজয়ের তীরে,
ডাক ছাড়ে মাঝিভাই যাত্রীদের ভিড়ে।
তরণী ভাসিল যেই অজয়ের জলে,
ভিড় ঠেলে যাত্রীগণ আসে দলে দলে।


সাদা পাল তুলে তরী ছাড়ে অবশেষে,
গায় মাঝি ভাটিয়ালি আসে সুর ভেসে।
শাল পলাশের বন অজয়ের বাঁকে,
বন শালিকের দল আসে ঝাঁকে ঝাঁকে।


অজয়ের নদীতটে পড়ে আসে বেলা,
ধীরে ধীরে সাঙ্গ হয় দিবসের খেলা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫

শাহিন বিন রফিক বলেছেন: অজয় নদী আর গাঁ নিয়ে কতগুলো কবিতা আছে আপনার?

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
পাতায় সুস্বাগতম। অজয় নদীর কাব্য (তৃতীয় পর্ব)প্রকাশিত হবে।
লেখা পাঠানোর অনুরোধ রইল।

শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

২| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
অজয় নদীটা যেন মনের চোখে দেখতে পারছি।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
পাতায় সুস্বাগতম। অজয় নদীর কাব্য (তৃতীয় পর্ব)প্রকাশিত হবে।
লেখা পাঠানোর অনুরোধ রইল।

শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৩| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
পাতায় সুস্বাগতম। অজয় নদীর কাব্য (তৃতীয় পর্ব)প্রকাশিত হবে।
লেখা পাঠানোর অনুরোধ রইল।

শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৪| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩২

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লিখেছেন

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪১

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ ও অভিভূত। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
পাতায় সুস্বাগতম। অজয় নদীর কাব্য (তৃতীয় পর্ব)প্রকাশিত হবে।
লেখা পাঠানোর অনুরোধ রইল।

শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
প্রাণভরে লিখুন, লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.