নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব নারী দিবসের কবিতা

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৬

আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। নারীর অর্জন, আর অগ্রযাত্রার প্রতীক এই নারী দিবস। মানুষ হিসেবে একজন নারী পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘকাল যে আন্দোলন চালিয়ে আসছে, তারই সম্মানস্বরূপ পালিত হয় নারী দিবস।



সারা বিশ্বের সমস্ত নারীজাতি আমার মা, আমার বোন। আমার নমস্যা, আমার চেতনা, আমার জ্ঞান। সবাই আমার মাতৃস্থানীয়া। প্রতি সকাল সন্ধ্যায় তাদের আমি অবনত মস্তকে প্রণিপাত করি।




আজ সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস পালিত হচ্ছে। তাদের উত্সাহিত করতে আর অনুপ্রেরণা দিতে আজ আমার কবিতা প্রকাশ দিয়েছি।


বিশ্ব নারী দিবসের কবিতা
-লক্ষ্মণ ভাণ্ডারী


সারা বিশ্বের কল্যাণ যত
নারীদের অবদানে,
বিশ্ব নারী দিবস আজিকে
তাঁদেরই সসম্মানে।

এই বিশ্বের উন্নতি যত
সব নারীদের দান,
বিশ্ব নারী দিবসে আজি
দিতে হবে সম্মান।

স্বদেশের তরে করেছে সংগ্রাম
অস্ত্র ধরি নিজ হাতে।
সমান তালে যুঝিয়াছে নারী
পুরুষের সাথে সাথে।

গৃহের কোণে বন্দী নারীরা
উঠেছে হিমালয় চূড়ে,
নারী বন্দনা দিকেদিকে আজ
তাই সারা বিশ্বজুড়ে।

নারীরা রত্ন দেশের মণি
নারীরা জাতির মান,
তবুও কেন পায় না নারী
যোগ্যা নারীর সম্মান?

এসো এসো নারী দু-হস্ত প্রসারি
তুমি যে কল্যাণময়ী,
তুমি মা শক্তি মায়ের জাতি
হও আজি বিশ্ব-জয়ী।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরেও খুব ধূমধাম করে নারী দিবস পালন করা হচ্ছে।

২| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

তারেক ফাহিম বলেছেন: সুন্দর ++

৩| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

সামিয়া বলেছেন: ভালো লাগলো নারী দিবসের কবিতা ।।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার, নারী দিবসের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.