নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মানুষে মানুষে প্রীতির বন্ধন

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮



মানুষে মানুষে প্রীতির বন্ধন
-লক্ষ্মণ ভাণ্ডারী

মানুষে মানুষে যদি গড়ে প্রীতির বন্ধন
ভালবাসো যদি পরস্পরে,
হিংসা আর দ্বেষ ভুলি করো যদি কোলাকুলি
বুকে টানি লও মানুষেরে।

ভাই বলে কাছে ডাকো, হিংসা-বিষ দূরে রাখো
মানুষে করো না ঘৃণা আর,
মানুষেরে ভালবেসে দূর্দশায় এসো পাশে
দাঁড়াও নিকটে এসে তার।

দূরে ঐ রাস্তার ধারে থাকে যারা অনাহারে
কাঁদে যারা ক্ষুধা ও তৃষ্ণায়,
সারাটা জীবন ধরে ঠকাইলে মানুষেরে
আছে লেখা জীবন খাতায়।

মানুষের পাশে যদি থাক তুমি নিরবধি
গড়ে তোল প্রীতির বন্ধন,
ভালবাসো মানুষেরে থেকো না দূরে সরে
মানুষেরে করহ আপন।

মানুষ আপন হয় কেহ তব পর নয়
মানুষ প্রকৃত ভগবান,
মানুষের পূজা করো সযতনে সেবা করো
গাও মানুষের জয়গান।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

২| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

সঞ্জয়_কুমার বলেছেন: অসাধারণ

৩| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা জাগানিয়া কথা
তবে মানুষে মানুষে
প্রীতির বন্ধন আলগা হয়ে যাচ্ছে।

৪| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: গতকাল একবার পড়েছি, এখনব আরেকবার পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.