নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বসেছে রবিবারের হাট

১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১২



বসেছে রবিবারের হাট
-লক্ষ্মণ ভাণ্ডারী

মোদের গাঁয়ের কাছে ছোট এক নদী আছে
সবাই অজয় নদী বলে,
সকালে গাঁয়ের মাঝি ঘাটে আনে তরী আজি
ভাসে তরী অজয়ের জলে।

যাত্রী আসে দলে দলে যাত্রীদের কোলাহলে
ভরে ওঠে অজয়ের ঘাট,
আজ দেখি রবিবারে অজয় নদীর পারে
বসেছে রবিবারের হাট।

ওপারের গ্রাম হতে সারি সারি রাঙাপথে
হাটুরেরা হাটে এসে জুটে,
অজয়ের বালুচরে সোনালী কিরণ ঝরে
পূরবে অরুণ রবি উঠে।

চাষীরা মাথায় করে এখো গুড়ে হাঁড়ি ভরে
হাটে আসে দলে দলে সবে,
বাড়ে বেলা ক্রমে ক্রমে হাট মাঝে ভিড় জমে
হট্টগোল আর কলরবে।

বেলা চারটার পরে সকলেই ফেরে ঘরে
হাট ভাঙে বেলা অবসানে,
বেচা কেনা শেষ হয় খালি হাট পড়ে রয়
নদীর ঘাটে আঁধার নামে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: আমাদের গ্রামে আগে খুব সুন্দর হাট বসতো। সারা গ্রামের মানুষ কেনা কাটা করতো। আসলে বাংলাদেশের সব গ্রামেই হাট বসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.