নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাঁশির সুরে মাদল বাজে

১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯






বাঁশির সুরে মাদল বাজে
(আঞ্চলিক লোকগীতি)
-লক্ষ্মণ ভাণ্ডারী

নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।

মহুল বনে মহুলের তলায়
মরদ আমার মাদল বাজায়
বাঁশির সুরে কোমর নাচায় গতরে মাতন।
… গতরে মাতন গো, গতরে মাতন।

নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।

জোছনা রাতে নদীর চরে
নদীর জলে জোছনা ঝরে
পরাণ আমার কেমন করে রয় না ঘরে মন।
… রয় না ঘরে মন গো, রয় না ঘরে মন।

নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।

ফাগুনে পলাশের বন
গতরে ধরেছে রং
মরদ বিনে ফাগুন দিনে লাগে নাতো মন।
… লাগে নাতো মন গো, লাগে নাতো মন।

নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।

দূরে ওই নদীর বাঁধে
থেকে থেকে শেয়াল কাঁদে
পিরিতির মালা গলায় বেঁধে মন উচাটন ।
… মন যে উচাটন গো, মন যে উচাটন।

নদীর পাড়ে দুই ধারে শাল পিয়ালের বন,
বাঁশির সুরে মাদল বাজে ভরে আমার মন।
... ভরে আমার মন গো, ভরো আমার মন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে।

২| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: এই আঞ্চলিক লোকগীতিটি কি পুরুলিয়ার? সুন্দর। অনন্ত শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.