নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট গাঁয়ে আমাদের

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৯



ছোট গাঁয়ে আমাদের
-লক্ষ্মণ ভাণ্ডারী

ছোটগাঁয়ে আমাদের পূবে রবি উঠে,
কাননের ফুলকলি লাল হয়ে ফুটে।
সকালে সোনার রবি উঠিল যখন,
বিহগের কলতানে হরষিত মন।

কোকিলের কুহুতান শুনি আমবনে,
রাখাল বাজায় বাঁশি চলে আনমনে।
বধূরা কলসী কাঁখে আসে নদীঘাটে,
নদীধারে চাষী সব চাষ করে মাঠে।

অজয়ের ঘাটে ঘাটে পড়ে আসে বেলা,
দিনশেষে ঘরে ফেরে লোকজন মেলা।
রবি যায় অস্তাচলে নামিল আঁধার,
জ্বলে উঠে ধূপদীপ ঘরে সবাকার।

গগনেতে তারা ফুটে চাঁদ উঠে হেসে,
ধীরে ধীরে ভোর হয় রজনীর শেষে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দারুন এক লেখা। :)
বিহগ অর্থ কী? পাখি??

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২

লক্ষণ ভান্ডারী বলেছেন: ঠিক ধরেছেন। বিহগ এর অর্থ পাখি। এছাড়াও পক্ষী,
খেচর, খগ, বিহঙ্গ নামেও পরিচিত। সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
পাতায় সুস্বাগতম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
ভালো থাকুন সুস্থ থাকুন। সদা সর্বদা।
সাথে থাকুন, পাশে রাখুন।
অবিরাম অবিরত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনি আমার পাতার কবিতার নিয়মিত পাঠক।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল প্রতিনিয়ত ও সর্বদা।
ভালো থাকুন সুস্থ থাকুন। সদা সর্বদা।
সাথে থাকুন, পাশে রাখুন।
অবিরাম অবিরত।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.