নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

মমতাময়ী মা আমার

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪



মমতাময়ী মা আমার
-লক্ষ্মণ ভাণ্ডারী

দূরের ওই মন্দিরে কেন তুই যাস ওরে?
আসল মন্দির তোর ঘরে,
মমতাময়ী তোর মা জীবন্ত মাতৃপ্রতিমা
মাতৃপূজা কর ভক্তি ভরে।

মাতৃপূজা করো সবে জীবন সুখের হবে
মায়ের আশীষ শিরে নিয়ে,
মা ভক্ত বিদ্যাসাগর পার হল দামোদর
কাটিল সাঁতার ঝাঁপ দিয়ে।

মায়ের মত আপন কেউ নয় আপনজন
মা হলেন শত দুঃখ হরা,
কত শত দুঃখে তোর কাঁদে মা জীবনভোর
মার চোখ অশ্রুজলে ভরা।

দুঃখ সহি হাসিমুখে কত কষ্ট বেঁধে বুকে
মার হাতে গড়া এ সংসার,
যদি মাকে অনাদরে রাখিস আলাদা করে
সুখের সংসার হবে ছারখার।

মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনদিন
সেই মাকে রাখিস অনাহারে,
মা-হারা লক্ষ্মণ কয় মার স্মৃতি মনে হয়
মা আজ নাই মোর সংসারে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৭

আবু আফিয়া বলেছেন: মাকে নিয়ে যে কোন লেখা, যে কোন কবিতা আমার হৃদয় কেড়ে নেয়, সব মা’র প্রতি রইল ভালবাসা।
লেখককে ধন্যবাদ

২| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বেশ ভালো লেগেছে। মা শব্দটি দেখলেই ভালো লাগে। মা'র মুখটি চোখের সামনে ভেসে ওঠে। মনের ভেতর শান্তি পাই।

৩| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!

৪| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৭

খালেদা শাম্মী বলেছেন: দারুণ লিখেছেন নিঃসন্দেহে।

৫| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

নতুন বিচারক বলেছেন: ভালো হয়েছে ।

৬| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরের মতই দারুণ

৭| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: ওসাধারন।
আমি মুগ্ধ!!!


চখে পাণী এসে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.