নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

গাও মানুষের জয়গান

১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৬



গাও মানুষের জয়গান
-লক্ষ্মণ ভাণ্ডারী



ধন্য হবে এই মানব জীবন তব
মানুষের সেবা যদি করো,
মানুষের মাঝে ভগবান বিরাজে
চিনতে তারে কি পারো?

ক্লান্ত দেহে যারা উষর মাটিতে
চালায় লাঙল হাসিমুখে,
তারাই মানুষ তারাই ভগবান
তাদের টেনে লও বুকে।

অন্ধখনির নীচে চালায় শাবল
গাঁইতি দিয়ে কয়লা কাটে,
ক্লান্ত দেহে অবিরত ঘাম ঝরে
দিনরাত যারা শুধুই খাটে।

শক্ত পাথর ভেঙে পাহাড় কেটে
পথ তৈরী করে রোজ যারা,
তারাই মানুষ তারাই যে দেবতা
আসল ভগবান হল তারা।

মন্দিরে মন্দিরে কেন ঘুরিস ওরে?
মন্দিরেতে নাই ভগবান,
মানুষ দেবতা করো তার পূজা
গাও মানুষের জয়গান।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

অর্ক বলেছেন: মেহনতি মানুষের কথা বলেছেন কবি। বেশ ভালো লাগলো কবিতাটি। শুভেচ্ছা নিরবচ্ছিন্ন কবিবর। আরও লেখা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.