নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছোট গ্রাম

১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০১



আমাদের ছোট গ্রাম
-লক্ষ্মণ ভাণ্ডারী

আমাদের ছোট গ্রাম বায়ু বয় অবিরাম
সকালে সোনার রবি উঠে,
সবুজ তরুর শাখে প্রভাতপাখিরা ডাকে
কাননে কুসুম কলি ফুটে।

গাঁয়ে আছে ছোট ঘর আছে অজয়ের চর
রাঙা পথ গাঁয়ে চারিধারে,
নারকেল ও সুপারি তালগাছ সারি সারি
বক উড়ে অজয়ের পারে।

সরু গলিপথ বেয়ে মাটির কলসী নিয়ে
বধূরা আসে ঘাটের কাছে,
সোনালি কিরণ ঝরে অজয়ের বালুচরে
নদীজল ছল ছল নাচে।

কাঁকনতলার বাঁয়ে আছে আমাদের গাঁয়ে
আম আর কাঁঠালের বন,
কোকিলের কুহুতান ভরে তোলে মনপ্রাণ
কুহু স্বরে হরষিত মন।

ক্লান্ত দিবসের শেষে তপন দিগন্তে মেশে
সাঁঝের আঁধার নেমে আসে,
কাঁসর ও ঘন্টা বাজে দেবীর মন্দির মাঝে
চাঁদ তারা আকাশেতে হাসে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: দাদা আপনার লেখা কবিতার বই আছে??

২| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪২

তারেক ফাহিম বলেছেন: অনেক সুন্দর দাদা ++

৩| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ

৪| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩

নূর-ই-হাফসা বলেছেন: দারুন সুন্দর লিখেছেন । বেশ ভালো লাগলো

৫| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

শাহিন বিন রফিক বলেছেন: সুন্দর কবিতা, গ্রামের রুপ ধরা দিল।

৬| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

জগতারন বলেছেন:
ব্লগার -লক্ষ্মণ ভাণ্ডারী
আপনার ব্লগ আমি মাঝে মাঝে পড়তাম এখন তেমন পড়িনা।
কারন আমি লক্ষ করেছি আপনি অন্যান্য ব্লগারদের পোষ্টে তেমন একটা মন্তব্য করেন না।
কদাচিৎ দু'একটা মন্তব্য দেখা যায় আপনি করেছেন।
মন্তব্য (দেখলে), পড়লে কারো অন্ত-অনুভূতি বুঝা যায়।
আমার মনে হয় আপনি ব্লগে আসেন আপনার লিখা প্রচারের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.