নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট আমাদের গ্রাম

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০



ছোট আমাদের গ্রাম
-লক্ষ্মণ ভাণ্ডারী

অজয় নদীর পারে ছোট আমাদের গ্রাম,
অজয়ের জলধারা বয়ে চলে অবিরাম।
পূরব গগনে রবি উঠে রোজ লাল হয়ে,
অজয় নদীর ধারা অবিরত চলে বয়ে।

সবুজ তরুর শাখে শুনি বিহগের গান,
আম কাঁঠালের বনে কোকিলের কুহুতান।
রাঙাপথে দুই ধারে মাঠ ভরা সোনা ধান,
সকালের সোনা রোদে প্রাণ করে আনচান।

মাটি ঘর খড়ো চাল মাটি লেপা আঙিনায়,
আঙিনার এক কোণে আছে বাঁধা রাঙীগাই।
দুধ ভরা বাটি হাতে মাতা বসি খাটিয়ায়,
মার কোলে বসি শিশু খুশিমনে দুধ খায়।

গাঁয়ে আছে তালদিঘি পাড়ে তার তালগাছ,
দিঘিজলে জাল ফেলে ধরে জেলে রোজ মাছ।
বধূরা কলসী কাঁখে জল নিয়ে ঘরে যায়,
পাখা মেলে শঙ্খচিল উড়ে আকাশের গায়।

পশ্চিমে দিগন্ত পানে রবি যায় অস্তাচলে,
লাল রঙ পড়ে ঝরে অজয় নদীর জলে।
দিনশেষে ধীরে ধীরে সাঁঝের আঁধার নামে,
চাঁদ উঠে তারা ফুটে ছোট আমাদের গ্রামে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জগতারন বলেছেন:
ব্লগার-লক্ষ্মণ ভাণ্ডারী। আপনার ব্লগ আমি মাঝে মাঝে পড়তাম এখন তেমন পড়িনা।কারন আমি লক্ষ করেছি আপনি অন্যান্য ব্লগারদের পোষ্টে তেমন একটা মন্তব্য করেন না।কদাচিৎ দু'একটা মন্তব্য দেখা যায় আপনি করেছেন।মন্তব্য (দেখলে), পড়লে কারো অন্ত-অনুভূতি বুঝা যায়।আমার মনে হয় আপনি ব্লগে আসেন আপনার লিখা প্রচারের জন্য।

(সহমত)

২| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


দেখতে হবে, অজয় নদীর তীরে কি ঘটছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.