নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

শ্মশানে কাঁদে ভালবাসা

২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৪




শ্মশানে কাঁদে ভালবাসা
-লক্ষ্মণ ভাণ্ডারী

জীবন তরী ডুববে যেদিন দিবসের অবসানে,
রক্তমাংসের দেহটাকে জ্বালিয়ে দেবে শ্মশানে।
সারাজীবন মানুষকে তুমি করলে কত ছলনা,
সময় থাকতে মধুর নাম মুখে কেন বল না?

জীবনপ্রদীপ নিভবে যেদিন কাঁদবে প্রিয়জন,
গলে দেবে ফুলের মালা আর কপালে চন্দন।
দুই চোখে তুলসীর পাতা ছড়াবে গঙ্গার জল,
অঙ্গে দেবে সাদা কাপড় কাঁদবে আত্মীয়সকল।

জীবন সন্ধ্যা আসবে কবে কেহ নাহি জানে,
নিষ্প্রাণ দেহটাকে সবে নিয়ে যাবে শ্মশানে।
দু’দিনের তরে ভবে আসা মিছেই কর আশা
শ্মশান ঘাটে শেষ বিছানায় কাঁদে ভালবাসা।

জন্ম নিলে মরবে একদিন জীবন মানে মরণ,
লক্ষ্মণ বলে সময় আছে ধর গুরুর রাঙাচরণ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: মৃত্যু নির্মম সত্য।

২| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯

আবু আফিয়া বলেছেন: তাই তো এমন কিছু করা উচিত যাতে মরেও অমর হওয়া যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.