নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

জীবনে চলার পথে

২৫ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

জীবনে চলার পথে



দুঃখে গড়া জীবন আমার জীবনে সুখ নাই,
ঠাকুর তব চরণ যুগল আমার সুখের ঠাঁই।
দুঃখ-সুখের তানপুরাতে বাজে মধুর সুর,
দীক্ষা নিয়ে জীবন শুরু মোর দৈন্য হল দূর।

তোমারে পেয়ে ধন্য হল আমার এ জীবন,
প্রভু তুমি জীবন স্বামী মোর অমূল্য রতন।
তব নাম স্মরণ করে ভাসুক এ জীবনতরী,
তোমায় আমি করবো পূজা সারাজীবন ধরি।

তোমার চরণ বক্ষে ধরি জীবন সার্থক হল,
অন্তিমেতে পাই যেন তব রাঙা চরণ-যুগল।
জীবনপথে চলতে গিয়ে বিপদে পড়লে কভু,
বিপদে রক্ষা করে মোরে হাতটি ধরো প্রভু।

পরম প্রেমময় পরম দয়াল তুমি অন্তর্যামী,
দীক্ষা নিয়ে তোমায় পেয়ে চিরসুখী আমি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:২১

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ হয়েছে।
প্রণাম

২| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।
সহজ সরল ভাষায় লিখেছেন।

৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.