নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

ছোট ছোট বাড়িঘর

০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:১৯


ছোট ছোট বাড়িঘর
- লক্ষ্মণ ভাণ্ডারী




অজয় নদীর পারে আমাদের ছোট গাঁয়ে,
ছোট ছোট বাড়িঘর শীতল সবুজ ছায়ে।
রাঙাপথ গেছে চলে গ্রাম হতে বহু দূর,
রাখাল বাজায় বাঁশি ভেসে আসে বাঁশিসুর।


ফুল বনে ফুল তুলে ঘরে যায় ভোলা মালী,
দিঘিতে সাঁতার কাটে মরাল আর মরালী।
গাঁয়ের জেলেরা রোজ জাল ফেলে মাছ ধরে,
কলসী কাঁখে বধূরা জল নিয়ে যায় ঘরে।


আমাদের ছোট গাঁয়ে সরু গলি পথ বেয়ে,
সারাদিন আসে যায় এ গাঁয়ের যত মেয়ে।
সাইকেলে চড়ে কেউ চলে যায় রাঙাপথে,
দুধারে সবুজ খেত আসে দূর গ্রাম হতে।


দাঁড়িয়ে পথের বাঁকে রাঙীগাই দেয় ডাক,
ফেরিওয়ালা রাস্তায় চড়া সুরে দেয় হাঁক।
গ্রাম সীমানার পাশে দেখা যায় নদীচর,
ছোটগাঁয়ে আমাদের আছে ছোট বাড়ীঘর।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
চমৎকার!!

২| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫০

আবু আফিয়া বলেছেন: চমৎকার হয়েছে, ধন্যবাদ আপনাকে

৩| ০৫ ই জুন, ২০১৮ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: অজয়ের তীরে একদিন যেতেই হবে।
আপনার কবিতা পড়ে পড়ে আমার উৎসাহ বাড়ছে।

৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আপনার কবিতা পড়লেই আমার গ্রামে যেতে ইচ্ছে করে।

৫| ০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৮

বিএম বরকতউল্লাহ বলেছেন: বড়ো ভাল লেগে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.