নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

নদীজল সুশীতল

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৪

নদীজল সুশীতল
-লক্ষ্মণ ভাণ্ডারী


নদীজল সুশীতল মাঝি নৌকা বায়,
বৈঠা ধরে মাঝিভাই ভাটিয়ালী গায়।
অজয়ের নদীচরে সোনা রোদ ঝরে,
গাছে গাছে পাখি সব কলরব করে।

বধূরা নাইতে আসে অজয়ের জলে,
কলসীতে জল নিয়ে রাঙাপথে চলে।
শাল পিয়ালের বন, নদী থেকে দূরে,
মাদলের তালে বাঁশি বাজে মিঠাসুরে।

নদীচরে আসে উড়ে শালিকের ঝাঁক,
সারাদিন কিচিমিচি করে হাঁক ডাক।
ধবল বলাকা আসে, বসে নদী ঘাটে,
নদীতটে পড়ে বেলা সূর্য বসে পাটে।

সাঁঝের আঁধার নামে নদী কিনারায়,
পরে দেখি চাঁদ উঠে আকাশের গায়।
কল কল নদী জল বয় সারা রাত,
পূবে রবি দেয় উঁকি হয় সুপ্রভাত।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: এক কথায় প্রানবন্ত।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: অজয় নদীর কাব্য পর্বভিত্তিক প্রকাশিত হয়।
আপনার সু-মন্তব্য আগামী সংখ্যায় প্রকাশ করার আশা রাখি।
আন্তরিক অভিনন্দন সহ বুক উজাড় করা প্রীতি আর শুভেচ্ছা জানাই।


শুভকামনা রইল নিরন্তর। সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে থাকুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

বিজন রয় বলেছেন: অজয় আমারে পাগল করিল রে!!

অসাম।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: অজয় নদীর কাব্য পর্বভিত্তিক প্রকাশিত হয়।
আপনার সু-মন্তব্য আগামী সংখ্যায় প্রকাশ করার আশা রাখি।
আন্তরিক অভিনন্দন সহ বুক উজাড় করা প্রীতি আর শুভেচ্ছা জানাই।


শুভকামনা রইল নিরন্তর। সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে থাকুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫০

সাখাওয়াত ইমন বলেছেন: বেশ ভালো লেগেছে।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: অজয় নদীর কাব্য পর্বভিত্তিক প্রকাশিত হয়।
আপনার সু-মন্তব্য আগামী সংখ্যায় প্রকাশ করার আশা রাখি।
আন্তরিক অভিনন্দন সহ বুক উজাড় করা প্রীতি আর শুভেচ্ছা জানাই।


শুভকামনা রইল নিরন্তর। সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে থাকুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

রোকনুজ্জামান খান বলেছেন: সুন্দর কবিতা
এক কথায় ধারুন ।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: অজয় নদীর কাব্য পর্বভিত্তিক প্রকাশিত হয়।
আপনার সু-মন্তব্য আগামী সংখ্যায় প্রকাশ করার আশা রাখি।
আন্তরিক অভিনন্দন সহ বুক উজাড় করা প্রীতি আর শুভেচ্ছা জানাই।


শুভকামনা রইল নিরন্তর। সতত ও অবিরাম।
সাথে থাকুন, পাশে থাকুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার মন্তব্যের এত সুন্দর উত্তর দেওয়ার জন্য।

৬| ১৩ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: ধন্যবাদ সাথী। পবিত্রতম ঈদের অগ্রিম শুভেচ্ছা।
আজকের পাতায় সাদর আমন্ত্রণ রইল।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.