নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার জীবন সাধনা

১৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৩




বাংলা আমার জীবন সাধনা
-লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলা আমার জীবন সাধনা,
বাংলার মাটি আমার যে মা।
বাংলার গাছে্ পাখিরা ডাকে,
কোকিল গাহে আমের শাখে।

বাংলার মাটি, বাংলার আকাশ,
বাংলার খেত, বাংলার বাতাস।
বাংলার জল, নদী আর ঘাট,
বাংলার পাখি, বাংলার মাঠ।

বাংলা আমার এদেশ আমার,
তুলনা তার পাওয়া যে ভার,
মরাল ভাসে বাংলার জলে,
বাংলা মহান এ ধরণী তলে।

বাংলার কবি বাংলার গান,
বাংলায় সুরের ঐক্যতান।
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলা আমার সকল আশা।

বাংলার ফুল ও বাংলার ফল,
বাংলায় ফলে সোনার ফসল।
সোনার কমল ফোটে দিঘিতে,
মরালমরালী খেলে একসাথে।

বাংলার মাটি বিশুদ্ধ খাঁটি,
নদীর জলে সাঁতার কাটি।
বাংলা আমার জন্মভূমি মা,
বাংলা মায়ের নাই তুলনা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫১

মশিউর বেষ্ট বলেছেন: বাংলাদেশ আমাদের অনেক প্রিয়। সুন্দর অভিবাক্তি।

২| ১৮ ই জুন, ২০১৮ রাত ১০:২৪

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর কবিতা।

৩| ১৯ শে জুন, ২০১৮ রাত ৩:১০

কাছের-মানুষ বলেছেন: অনেক সুন্দর লাগল।

৪| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় মাতৃভূমি নিয়ে লিখা অনেক ভাল লাগল

৫| ১৯ শে জুন, ২০১৮ সকাল ৭:০৮

স্রাঞ্জি সে বলেছেন: আরেকটা কথা, ছবিটা কি আপনার বাড়ি

৬| ১৯ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.