নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আজিকে জামাইষষ্ঠী

১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩৮




আজিকে জামাইষষ্ঠী
-লক্ষ্মণ ভাণ্ডারী

জামাইষষ্ঠী আজিকে ধূম হয় ভারি,
আসিবে জামাতা তাই ব্যস্ত সারাবাড়ি।
বাড়িঘর ছিম-ছাম কত আয়োজন,
শুভক্ষণে জামাতার হয় আগমন।

ইলিশের মাথা দিয়ে সুস্বাদু ব্যঞ্জন,
বিবিধ মিষ্টান্ন দ্রব্য না যায় বর্ণন।
রাজভোগ সীতাভোগ মিহিদান আর,
চিনি পাতা মিষ্টি দই হরেক প্রকার।

আম কলা কাঁঠালের ভেসে আসে গন্ধ,
তাই নিয়ে তিন শালী অধিক আনন্দ।
হেসে হেসে বসে এসে জামাতার পাশে,
জামাই-বাবুকে তারা অতি ভালবাসে।

সারাদিন হাসি খুশি আনন্দ সবার,
আগামী বর্ষের তরে প্রতীক্ষা আবার।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৪

ওমেরা বলেছেন: জামাই বাবু শালীদের জন্য কি নিয়ে এল ?

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩২

লক্ষণ ভান্ডারী বলেছেন: দামী দামী উপহার, শাড়ি, অলংকার।
মন্তব্যে মুগ্ধ। প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

২| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:১৭

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩২

লক্ষণ ভান্ডারী বলেছেন: মন্তব্যে মুগ্ধ। প্রীত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৩| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছন্দ ভালো হয়েছে।

১৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: ও তাই। মুগ্ধ হলাম।
সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৪| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর। ঈদ মোবারক। জামাই মোবারক।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: মুগ্ধ হলাম। সুন্দর মন্তব্য পাঠে মন ভরে গেল।

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৫| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫০

ওমেরা বলেছেন: তাহলে তো জামাই বাবু পয়সা আছে , পয়সাওয়ালা জামাইবাবুগের শুধু শালী না শশুর বাড়ির সবাই কদর করে।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আজকার দিনে পয়সাওয়ালা জামাইবাবুর কদর বেশি

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৬| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ জামাই ষষ্ঠী র ছড়া, আশাকরি এবার কপি পেষ্ট করা জয়গুরু মার্কা উওর দিবেন না।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪২

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে অভিভূত হলাম। মন্তব্যকারীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৭| ১৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

পবন সরকার বলেছেন: আহা! জামাই ষষ্ঠি মানেই অন্য রকম আনন্দ।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: জামাই ষষ্টীতে আনন্দের ধারা বইতে থাকে সারা বাড়িতে।
মিষ্টি দই আর বিবিধ ব্যঞ্জন সহকারে জামাইয়ের আপ্যায়ন করা হয়।
সুন্দর মন্তব্যে অভিভূত হলাম। মন্তব্যকারীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই

সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

৮| ১৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: জামাইষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সু- মন্তব্যের উচ্চ প্রশংসা করি।

জামাই ষষ্টীতে আনন্দের ধারা বইতে থাকে সারা বাড়িতে।
মিষ্টি দই আর বিবিধ ব্যঞ্জন সহকারে জামাইয়ের আপ্যায়ন করা হয়।

সুন্দর মন্তব্যে অভিভূত হলাম। মন্তব্যকারীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন।
পাশে রাখুন।
শুভকামনা রইল নিরন্তর।
জয়গুরু! জয়গুরু!
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.