নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

প্রভাত সূর্য উঠে

২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫



আজকে দেখো পূব আকাশে
সূর্য কেমন হাসে,
রাতের শিশির মুক্তো হয়ে
ঝরে সবুজ ঘাসে।

প্রভাত পাখি তরুর শাখে
মধুর সুরে গায়,
ফুলের বনে ফুল ফুটেছে
অলিরা সবে ধায়।

নদীর কাছে বটের গাছে
পাখিরা সব ডাকে,
প্রভাত বেলা কোকিল ডাকে
বসি আমের শাখে।

প্রভাত রবি ছড়ায় কিরণ
রাঙা মাটির গাঁয়ে,
গাঁয়ের মাঝে মাটির ঘর
হেরি শীতল ছায়ে।

পুকুর পাড়ে গাছের আড়ে
ঘুঘু পাখিরা ডাকে,
গাঁয়ের বধু জল নিতে আসে
কলসী নিয়ে কাঁখে।

আমার গাঁয়ে শীতল ছায়ে
সরু গলির পাশে,
সারি সারি মরালেরা এসে
দিঘির জলে ভাসে।

রাঙা পথ দিয়ে পায়ে হেঁটে
আসে পথিকদল,
দূরে দেখি অজয়ের জল
বইছে অবিরল।

অজয় নদীর ঘাটে ঘাটে
জমে যাত্রীর ভিড়,
দিনের শেষে সাঁঝের বেলা
শান্ত নদীর তীর।

আমার গাঁয়ে সাঁঝের বেলা
বেজে ওঠে সানাই।
নদীর জলে জোছনা রাশি
স্নান করে নিশায়।

চাঁদের হাসি পড়ে ঝরে
অজয় নদী-তটে,
রাত কেটে প্রভাত হলে
প্রভাত সূর্য উঠে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৪

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

২| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:০৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: গ্রামের চিরাচরিত চিত্র ফুটিয়ে তুলেছেন ছন্দে ছন্দে। অনেক ভাল লেগেছে আপনার ছড়াটি।

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

৩| ২৫ শে জুন, ২০১৮ দুপুর ২:১২

লাবণ্য ২ বলেছেন: চমৎকার!

২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

৪| ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
অফিসে আছি। বাইরে ঝুম বৃষ্টি। হাতে চায়ের কাপ। পড়ছি বসে আপনার কবিতাখানি।

৫| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আমাদের এখানে প্রচণ্ড গরম।
বৃষ্টির নাম গন্ধ নেই।
বৃষ্টি নামবে কবে সেটাই জিজ্ঞাসা।

সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর, অবিরাম ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।

জয়গুরু!জয়গুরু!
জয়গুরু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.