নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় শহর রাণীগঞ্জ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

আমার প্রিয় শহর রাণীগঞ্জ
-লক্ষ্মণ ভাণ্ডারী

রাণীগঞ্জ পশ্চিম বঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা এলাকা । অজয় ও দামোদর নদের মাঝামাঝি অবস্থিত এই শহর মূলত জন্য বিখ্যাত এবং সাথে রেলপথের মাধ্যমে সরাসরি যুক্ত।
রাণীগঞ্জ প্রধানতঃ কয়লা খনি বেষ্টিত জনবহুল শহর। রানীগঞ্জের মধ্য দিয়ে রোড মেজিয়া ঘাটে গিয়ে দামোদর নদীর কাছে মিশেছে। রানীগঞ্জ থেকে পিচ ঢালাই রাস্তা পাণ্ডবেশ্বর পর্যন্ত গিয়ে অজয় নদীর সাথে মিশেছে।



ভৌগোলিক অবস্থান
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল 23.62 ডিগ্রি উত্তর 87.13 ডিগ্রি পূর্ব। সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৯১ মিটার। রানীগঞ্জের চারধারে বহু খনি অঞ্চল আছে। যেমন মহাবীর কলিয়ারী, নর্থ সিয়ারসোল কলিয়ারী, আমকলা কলিয়ারী, অমৃত নগর কলিয়ারী ও দামোদা কলিয়ারী।
জনসংখ্যার পরিসংখ্যান
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে রাণীগঞ্জ শহরের জনসংখ্যা হল ১২২,৮৯১ জন। এর মধ্যে পুরুষ ৫৩%, এবং নারী ৪৭%।
শিক্ষা
এখানে সাক্ষরতার হার ৬৪%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭২%, এবং নারীদের মধ্যে এই হার ৫৬%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে রাণীগঞ্জ এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।



শিক্ষা প্রতিষ্ঠান
১। সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয়
২। গান্ধী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়
৩। রাণীগঞ্জ বয়েজ উচ্চ বিদ্যালয়
৪। রাণীগঞ্জ মারোয়ারী উচ্চ বিদ্যালয়
৫। যমুনাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়
৬। ত্রিবেনীদেবী ভালোটিয়া কলেজ





অর্থনীতি
রাণীগঞ্জ মূলত এখানকার কয়লা খনি এবং খনিজ সংক্রান্ত ব্যবসায়িক কাজের জন্য বিখ্যাত। পূর্ব ভারতের অন্যান্য স্থানের সাথে একটি অর্থনৈতিক বাণিজ্য নগরী হিসাবে কলকাতার মাধ্যমে রাণীগঞ্জ যুক্ত।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

মেহেদী হাসান হাসিব বলেছেন: জানলাম রাণীগঞ্জকে!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
আমার পরবর্তী লেখা থাকবে গাঁ, মা ও মাটি আর মানুষদের নিয়ে। পাঠ করার আমন্ত্রণ রইল। আপনাকে শারদীয়া শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

নজসু বলেছেন: ধন্যবাদ ভাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
আমার পরবর্তী লেখা থাকবে গাঁ, মা ও মাটি আর মানুষদের নিয়ে। পাঠ করার আমন্ত্রণ রইল। আপনাকে শারদীয়া শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

আকিব হাসান জাভেদ বলেছেন: রানীগঞ্জে যাওয়ার আগ্রহ বাড়লো। দেখতে যাবো অজয় নদী । দেখবো সাথে তার আশে পাশের প্রকৃতি । ভৌগলিক অবস্থার ভিত্তিতে শিক্ষার হার খারাপ নয় । ভৌগলিক অবস্থার সবচেয়ে বড় পরিচয় লেখকের বাড়ি সেই রানীগঞ্জে । ভালো লাগলো সুন্দর নিজ শহর আর গ্রাম , নদী পরিচয় ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। অনুপ্রেরণা পেলাম নতুন করে লেখার। সাদর আমন্ত্রণ জানাই পরিদর্শন করার জন্য। আমি রাণীগঞ্জে আমি পড়াশুনা করেছি। বর্তমানে থাকি নতুন দিল্লিতে। গাঁয়ের টান, মাটির টান, নদীর ভালবাসা আজও ভুলতে পারি নি। তাই নতুন করে লেখার আগ্রহ থেকেই যায়।

আমার পরবর্তী লেখা থাকবে গাঁ, মা ও মাটি আর মানুষদের নিয়ে। পাঠ করার আমন্ত্রণ রইল। আপনাকে শারদীয়া শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

এ.এস বাশার বলেছেন: জানলাম আপনার পশ্চিম বঙ্গের রানীগঞ্জকে........

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
আমার পরবর্তী লেখা থাকবে গাঁ, মা ও মাটি আর মানুষদের নিয়ে। পাঠ করার আমন্ত্রণ রইল। আপনাকে শারদীয়া শুভেচ্ছা জানাই।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর মন্তব্য হৃদয় ছুঁয়ে যায়। নতুন করে লেখার অনুপ্রেরণা পেলাম।
আমার পরবর্তী লেখা থাকবে গাঁ, মা ও মাটি আর মানুষদের নিয়ে। পাঠ করার আমন্ত্রণ রইল।
আপনাকে শারদীয়া শুভেচ্ছা জানাই।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: আপনার প্রিয় শহরে একদিন বেড়াতে যাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.