নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

আমি লক্ষ্মণ ভাণ্ডারী বলছি

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আমি লক্ষ্মণ ভাণ্ডারী বলছি
লিখছেন লক্ষ্মণ ভাণ্ডারী



লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ প্রকাশিত হয়েছে।
লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। আমি বিশ্বাস করি সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সব মতেরই এক কথা,
সদগুরু ধরে ভজনা কর কর না কভু এর অন্যথা।

- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র।

মানুষ আপন টাকা পর।
যত পারিস মানুষ ধর।।

আমরা সপরিবারে সবাই শ্রী শ্রী ঠাকুরের সত্ মন্ত্রে দীক্ষিত। শ্রী শ্রী ঠাকুরের প্রদর্শিত পথ আমার চলার পথ। আমার জীবন সাধনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলতে সকলকে আহ্বান করি। বন্দে পুরুষোত্তমম! পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম।




আমার ব্যক্তিগত তথ্য সমূহ

নাম লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ ভারত
বর্তমান অবস্থান নতুন দিল্লি
ভাষা বাংলা মাতৃভাষা এছাড়াও ইংরাজী,
হিন্দি ভাষা সহ অসমীয়া, ওড়িয়া, মারাঠি গুজরাটি,
পাঞ্জাবী, ও দক্ষিণ ভারতীয় ভাষার মধ্যে মালয়ায়ালম টাইপ করতে পারি।
জাতিতত্ত্ব বাঙালি সম্প্রদায় ভুক্ত।

শিক্ষা এবং কর্মসংস্থান
শিক্ষা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়
ইকরা বাসন্তী বিজয় উচ্চমাধ্যমিক বিদ্যালয়
ত্রিবেনীদেবী ভালোটিয়া মহা বিদ্যালয়

শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্ম হিন্দু ধর্মাবলম্বী।
শখ- সংগীত, নৃত্য ও অভিনয়।
পছন্দ- ছবি আঁকা, কবিতা লেখা ও স্বরচিত কবিতা আবৃত্তি করা
বিশ্বাস- সনাতন হিন্দুধর্মে গভীর বিশ্বাস। আলাপকারী সপরিবারে
যুগ পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত।
চলচ্চিত্র- হীরক রাজার দেশে – চিত্র পরিচালক সত্যজিত্ রায়




আমার উল্লেখযোগ্য তথ্যসমূহ:
এই্ ব্লগার একজন বাঙালি।
এই ব্লগার বাঙালি হয়ে গর্বিত।
এই ব্লগার পশ্চিমবঙ্গের বাসিন্দা।
এই ব্লগার ভারতীয়।
এই ব্লগার উইকিপিডিয়ায় অবদান রেখেছেন এবং বর্তমানে রেখে চলেছেন।
এই ব্লগার একজন হিন্দু।

এই ব্লগার বিশ্বাস করেন বিজ্ঞান চিরন্তন
এই ব্লগার প্রকৃতিপ্রেমী এবং মনে করেন একে মানুষের ক্রিয়াকলাপ থেকে রক্ষা করতে হবে।
এই ব্লগার বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা ও অনুকরণ করেন।
এই ব্লগার বাংলা উইকিপিডিয়ায় অবদান করেন।
এই ব্লগার মুক্ত জ্ঞানে বিশ্বাসী
এই ব্লগার বাংলা চলচ্চিত্র প্রেমী

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: এই ব্লগারের ছোট্ট ছোট্ট গ্রামীন ছড়া/কবিতাগুলো আমার ভীষণ পছন্দ। শুভেচ্ছা ভাণ্ডারীকে।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর আর হৃদয়ছোঁয়া মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
শারদীয়া উত্সবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

তারেক ফাহিম বলেছেন: কবির জন্য শুভকামনা।

কবির আজকের আয়োজন শুধু কবিকে নিয়ে। ;)
কবির প্রতিটি কবিতায় প্রকৃতি নিয়ে লিখা থাকে।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর আর হৃদয়ছোঁয়া মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
শারদীয়া উত্সবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৩| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি এক নরাধম;
ভারতীয় বাঙালি হিসেবে আপনাকে সামহোয়্যার ইন ব্লগে জানাই স্বাগতম;
আপনার কবিতায়- কি মুগ্ধতায়, কিংবা বাক রুদ্ধতায়;
খুঁজে ফিরি পাই আমার হারানো শৈশব।

জাত-মান-কূল ধরে নাহি কো মারো টান
মানুষ মানুষের সেবায় করে যে জীবন দান;
তাঁর স্বাদের কাছে আর কি কিছু আছে মহীয়ান।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর আর হৃদয়ছোঁয়া মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
শারদীয়া উত্সবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৪| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর আর হৃদয়ছোঁয়া মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
শারদীয়া উত্সবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৫| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি আপনার লেখার সাঘে বাংলার কবিতা ব্লগ থেকেই প্রথম পরিচয়। বাংলা কবিতা সেখানেও।। ভালোবাসা নিবেন প্রিয় কবি।
আপনার সুন্দর জীবন কামনা করি।।

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

লক্ষণ ভান্ডারী বলেছেন: আপনার সুন্দর আর হৃদয়ছোঁয়া মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
শারদীয়া উত্সবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৬| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


সামুর প্রকৃতির কবি

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

লক্ষণ ভান্ডারী বলেছেন: কিছু মনে করবেন না প্লিজ। আপনার এই মন্তব্যটি বেমানান।
আপনি সদা সর্বদাই বিরূপ মন্তব্য প্রকাশ করেন।
আন্তরিকতার জন্য অশেষ ধন্যবাদ।

আপনার সুন্দর আর হৃদয়ছোঁয়া মন্তব্যে মুগ্ধ ও অভিভূত হলাম।
শারদীয়া উত্সবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

৭| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৮| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনার লেখা মাধুর্যপূর্ণ। ব্লগে যদিও আমি নতুন, আপনার লেখা সামনে এলেই পড়ি।

৯| ০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

নজসু বলেছেন: আমি ব্লগে নতুন। আপনার পরিচিতি জানলাম।
আপনার লেখা পাঠের অপেক্ষায় রইলাম কবি।

১০| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: অগ্রিম শারদীয় শুভেচ্ছা। লেখা চালিয়ে যান। শুভকামনা রইলো

১১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

সাইন বোর্ড বলেছেন: কবিতার সারল্যতা অাপনার জীবন পাঠেও পেলাম, শুভ কামনা রইল ।

১২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: আপনাকে জানাই প্রনাম।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.