নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন

লক্ষণ ভান্ডারী

কবিতা

লক্ষণ ভান্ডারী › বিস্তারিত পোস্টঃ

দুইধারে ছোটগায়ে

০৭ ই জুন, ২০১৯ সকাল ১১:২৭

দুইধারে ছোটগায়ে
লক্ষ্মণ ভাণ্ডারী



দুইধারে ছোটগায়ে ছোট ছোট বাড়ি,
রাঙাপথ গেছে চলে নদী ঘাট ছাড়ি।
মাঝখানে দিঘি তার পদ্ম-দিঘি নাম,
দিঘিপাড়ে আছে গাছ আম আর জাম।

পাখি ডাকে ভোর হয় সমীরণ বয়,
কল কল বয়ে চলে তটিনী অজয়।
দুইধারে ধানখেত পথ গেছে বেঁকে,
জল নিয়ে আসে বধূ নদীঘাট থেকে।

ছোটগাঁয়ে ছোটঘর ছোট ছোট গাছ,
দিঘিজলে জাল ফেলে জেলে ধরে মাছ।
ছোটগাঁয়ে ছোটগাছ, গাছে ধরে ফল,
প্রভাতে পাখিরা সব করে কোলাহল।

আমাদের ছোটগাঁয়ে ছোটফুল ফুটে,
প্রভাতে অরুণ রবি পূব-দিকে উঠে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


এক শরতে আসিব আমি অজয়ের ঘাটে

২| ০৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩৪

মেঘ প্রিয় বালক বলেছেন: মন চায় ছুটে যেতে আপনার কবিতার ছোটগায়ে।

৩| ০৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

৪| ০৮ ই জুন, ২০১৯ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.