নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার না বলা কথামালা---

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

লীনা জািম্বল

সবার হাসি হোক অমলিন-------------

লীনা জািম্বল › বিস্তারিত পোস্টঃ

যা বলার তা হয় না আর বলা

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

অনেক কথা জমে আছে
অন্তরের গহীন অরন্যে ভালবাসার নীল সাগড়ে
সুন্দর মনোরম বলার মত সামান্যতম সময় মনে প্রাণে
কামনা করছি ।

এই হয়তো হচ্ছে বা একটু পরে হযতোবা হবে
মনের সব কথা সব কিছু
অন্তর থেকে নিঃশেষ করে বলা যাবে হয়তোবা
কিন্তু সময় তো আর বসে থাকে না ।

কত সময়ের লীলাখেলা চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে
অথচ আমি পারিনা সময়কেে
আমার মত করে আমার কাছে টানতে
বড় নিষ্ঠুর সময় -- কাছে আর আসেনা
তাই তো
বলা হয়না আর বলা হচ্ছেনা আর ।।

খুব যন্ত্রনায় ছটফট করি
মনের গভীরে কথাগুলো বিচরন করে নিভৃতে
চুপি চুপি প্রেমের কথাগুলো ঘুমিয়ে আছে নির্জনে
জাগাবে কবে কখন ?
অপেক্ষার প্রহর গুনে গুণে হতবাক, অবাক, কাতর
যা বলার তা হয় না আর বলা ।।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতায় ছন্দ নেই তবে প্রাণ আছে। অভিনন্দন আপনাকে আরো একটি সুন্দর পোষ্টে উপহার দেয়ার জন্য

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮

লীনা জািম্বল বলেছেন: ছন্দপতন

ধন্যবাদ

২| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

বিআরজি বলেছেন: ইমতিয়াজ১৩ এর সাথে এক মত হয়ে বলছি। লেখায় কিছু ভূল আছে।

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯

লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য --

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো । ++

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ এবং শুভকামনা

৪| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

ইখতামিন বলেছেন:
ভালো লাগলো

হযতোবা'য় ফোটা হবে

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ-------
শুভকামনা আমার পক্ষ থেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.