নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার না বলা কথামালা---

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

লীনা জািম্বল

সবার হাসি হোক অমলিন-------------

লীনা জািম্বল › বিস্তারিত পোস্টঃ

মেঘমালা

২৯ শে জুন, ২০১৫ রাত ৮:১৭

মা বাবার একমাত্র মেয়ে তাই খুব আদরের
পাঁচ ভাই আদরের বোন মেঘমালার
তারপর আবার সবার ছোট আদরের মেঘমালা।

যত বড় হতে থাকে ততই বেশ আকর্ষনীয় হতে থাকে মেঘমালা
ভাইদের স্বপ্ন মা বাবার স্বপ্ন
মেঘমালা হবে একদিন আকাশের শুক তারার মত পরিচিত
উজ্জ্বল হবে নিজের জীবন উজ্জ্বল করবে ভাইদের মূখ
উজ্জ্বল করবে বাবা মার আধারের মূখ।

হঠাৎ একদিন ভাই রা মা বাবা কেউ আর পাচ্ছেনা খোঁজে
আত্বীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী
বাদ নেই কারো কাছে মেঘমালার খোঁজ নিতে
থানা পুলিশ সবাই হতবম্ব কোথায় যেতে পারে আদরের মেঘমালা?

হঠাৎ তার অতি পরিচিত শোবার ঘরে একটি চিরকুট
লেখা আছে সেখানে
তোমাদের আদরের মেঘমালা আকাশে আছে
নয় কোন অভিমান, নয় কোন রাগ, নয় কোন ছলনা
আমার স্থান তোমাদের সাথে নয় আমার স্থান দূর আকাশে
কারন আমি শুধুই মেঘমালা, আমি আকাশেই থাকি
সবাই আমাকে খোঁজে পাবে আকাশেই অন্যখানে নয়।
মেঘমালা এখন আকাশেই। ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.