নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার না বলা কথামালা---

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

লীনা জািম্বল

সবার হাসি হোক অমলিন-------------

লীনা জািম্বল › বিস্তারিত পোস্টঃ

অভিমানী পাথর

০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১০

অনেকদিন ধরে তোমার অভিমানের সাথে হয়না কথা
কতবার সময় করে নিয়েছিলাম এইবার কথা হবে
মন খোলে প্রাণ খোলে হৃদয়ের গহীনে যত কথা আছে
নিয়তির নিষ্ঠুর খেলা সময়কে অজান্তেই তকেড়ে নিয়ে যায়
ধরে রাখতে পারিনা সময়কে তোমার জন্য
হয় না বলা আর কথা অভিমানীর সাথে বহুদিন। ।

খুব রাগ হয় তোমার খুব কষ্ট হয় তোমার
অন্তত বুঝতে পারি এতটুকু কারন অভিমানী মনের ছিল পরিচয়
অভিমান ভাঙার যন্ত্রগুলো মরিচায় ধরে গেছে
এক কাজ করে হয়তো আরেক কাজ করেনা
বিকল হয়ে পরার জন্য মত্ত প্রতিটি মন নামক যন্ত্রগুলো ।।

দুঃখ কষ্ট ঘৃনা অপমান লাঞ্চনা গঞ্জনা সব একাকার
জানি আমি পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে
জমে জমে এত কঠিন পাথর হবে হিসাব করিনি আগে
বলার মত কিছু নেই এ মুহুর্তে তোমার অভিমানী কে ।

তোমার অভিমানী পাথর কোন মোহিত যাদুর স্পর্শে ভাংবে যেদিন
আমার সম্মুখে এসে এক পলক তাকিয় সেদিন
বুঝে নেবো আমি তুমি মুক্ত তোমার অভিমানী পাথর থেকে
আকাশের বিশালতার চেয়েও ভালবাসি তোমাকে। ।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

লীনা জািম্বল বলেছেন: thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.