নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার না বলা কথামালা---

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

লীনা জািম্বল

সবার হাসি হোক অমলিন-------------

লীনা জািম্বল › বিস্তারিত পোস্টঃ

মা তুমি যুগ যুগ ধরে বেঁচে থাকো

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৮

মা তোমার জন্য আমার একমাত্র চাওয়া
তুমি বেঁচে থেকো যুগ যুগ ধরে সবার মাঝে।

আমার এ কামনা আমার এ প্রার্থনা
তুমি হয়তো দেখবেনা কোনদিন জানবেনা কোনদিন
তুমি যেমন আমাদের জন্য চুপি চুপি লুকিয়ে কেঁদেছিলে
ঠিক সেরকম তোমার জন্য আমিও কাঁদি লুকিয়ে লুকিয়ে।

তোমার অনেক কষ্ট মা অনেক কষ্ট
যা তুমি কখনো প্রকাশ করোনা
সন্তানদের দিকে তাকিয়ে সব মুখ বুঝে নিরবে সহ্য করে চলেছো।
ক্যান্সারের বাসা তোমার শরীরে স্পষ্ট তুমি জানো। ।

সারা বছর ধরে কত ইনজেকসন কত থেরাপি
কত মেডিসিন কত টেস্ট কত পরীক্ষা কত রক্তঝরা
তবুও এতটুকু বিরক্ত নও তুমি কিছুই বলনা তুমি
এত সহ্য ক্ষমতা তোমার, অবাক হই শুধু মা।

ছয় সন্তানের জননী তুমি অথচ
হাসপাতালে থাকো যখন থাকেনা পাশে কেউ
সবাই খুব ব্যাস্ত অফিস পরিবার সন্তান নিয়ে
হাসিমুখে বল, সাথে থাকতে হবেনা কারো
কোন সমস্যা তোমার নেই। কি আজব সহ্য ক্ষমতা।

আমিও তোমার মত মা হয়েছি
তোমার মত জঠরে রেখেছি ভ্রুন
জন্ম দিয়েছি কত কঠিন ব্যাথা অনুভব করে
তবুও কিঞ্চিৎ পরিমানও হতে পারিনি তোমার মত
তুমি এত সহ্য করো কিভাবে মা?

মা দিবসে তুমি থাকবে হাসপাতালে
অথচ কোন সন্তান থাকবেনা তোমার পাশে
কি অসম্ভব রকম নিষ্ঠুর তোমার সন্তানরা
তারপরও এতটুকু কমতি নেই তোমার মমতার
মা আসলেই মা তুমি যার নেই কোন তুলনা। ।

কত রাত না ঘুমিয়ে পাড় করেছো আমার জন্য
অথচ এই আমি প্রয়োজনেও কোন রাতে পারিনা থাকতে
নিজের হাতে কত জামা কাপড় সেলাই করে পরিয়েছো
অথচ একটি ব্লাউজও শখ করে বানিয়ে দিতে পারিনি
কোন সন্তান, মা আর সন্তান মা, কত পার্থক্য এ দুয়ের ।।

তোমার শরীরের মরন ব্যাধী ক্যান্সার পরাজিত হোক
জয় হোক তোমার সহ্য ক্ষমতার
জয় হোক মা তোমার নিরবতার
আরো অনেকদিন আদরসোহাগ পেতে যেন পারি
আজকের দিনে মা এ কামনা করি। ।




মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.