নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার না বলা কথামালা---

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে

লীনা জািম্বল

সবার হাসি হোক অমলিন-------------

লীনা জািম্বল › বিস্তারিত পোস্টঃ

মা হওয়ার অনুভূতি

১০ ই মে, ২০২০ দুপুর ২:৫৬


নিজের জঠরে নয় মাস সাত দিন
যে রক্ত কনিকাকে প্রাণ বায়ু দিয়ে
ধীরে ধীরে একটি মায়াময় মানব শিশুতে
রুপান্তরিত করেছি, সে যখন পৃথিবীতে
ভুমিষ্ঠ হয়ে কান্না করে জানান দিলো
সেই ক্ষণের অনুভূতি বর্ননাতীত ।।

কান্নার শব্দ মানেই বুকে যেন ধুক করে উঠা
কান্না মানেই যেন অন্তরে ক্ষরণ
কান্না মানেই যেন বিদ্রহের স্রোত
কান্না মানেই যেন শিহরিত এক নিরব যন্ত্রনা ।।

যে মা হয়েছে সেই জানে অনুভুতির বৃষ্টি
যে মা হয়েছে সেই ভাবতে পারে সন্তানের মায়া
যে মা হয়েছে সেই বুঝে কেবল মাতৃত্বের মাহাত্ব
যে মা হয়েছে সেই জানে মা কেন এত মায়াময ।

ডিজিটাল মা, ভারচুয়াল মা, মায়ের মত মা
সেই মায়ের কথা নাই বা বলি -- প্রাণ জাগানীয়া মা
তবুও সে একজন মা --অন্তর আছে অথচ অনুভুতিহীন
ভালবাসা আছে অথচ কঠোরতা দিয়ে আবৃত
তবুও সেও একজন অসহায় অনুভূতিহীন মা ।।

মায়া মমতা করুনা দয়া সেবা
ক্ষমা ভালবাসা আদর সোহাগ
যন্ত্রনা বেদনা স্বপ্ন সুখ আনন্দ কষ্ট
অতীত বর্তমান ভবিষ্যৎ ইতিহাস
সবই মার মধ্যে নীহিত, কেবল মা জানে এসবের নিগুরতত্ব ।

মাদের জন্য সহস্র ভালবাসা শ্রদ্ধা ও শুভকামনা
সুখে আনন্দে মাদের দিনগুলি কেটে যাক
প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহুর্ত ---- ।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১০ ই মে, ২০২০ বিকাল ৫:৪১

লীনা জািম্বল বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা

২| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


মায়েরা হয়তো মায়েদের অনুভুতিকে অনুধাবন করতে পারেন।

১০ ই মে, ২০২০ বিকাল ৫:৪২

লীনা জািম্বল বলেছেন: সত্যি তাই ----- শুভকামনা ভাই

৩| ১০ ই মে, ২০২০ রাত ৮:৫৩

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.