নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চাই ।

লিংকন১১৫

অতি সামান্য একজন মানুষ , লিখার ইচ্ছা অনেক , কিন্তু লিখতে পারিনা , লিখতে বসলেই সব গুলিয়ে যায় ।

লিংকন১১৫ › বিস্তারিত পোস্টঃ

রাইতে The Bank Job দেখলাম সকালেই

২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯



কেডায় জানতো রাইতে দেহুম মুভি আর সকালে খবরের কাগজে দেহুম মুভির কাহিনী । B-)

খবরের কাগজে পরথমে পইরা মোর চক্ষু কপালে , পরথমে মনে করছিলাম হ্যালুসিনেশন হইতাছে তাই আমি পেপারে পরতে আছি । পরে টিভি দেহি না কাহিনী সত্য :(

সেই রকম ফিলিন্স পাইতাছি , মনে হয়তাছে মুই একজন নায়ক ;)

হালারে পাইলে জিগাইতাম ভাই আন্নে কোন মুভি দেইখা ইন্সপায়ার হইছেন আয় ।

যাইহোক , Roger Donaldson পরিচালনায় সত্য ঘটনা নিয়ে করা মুভি

imdb তে 7.3 রেটিং পাওয়া , Jason Statham তো আছেই

মুভি টা অনেক টা The Italian Job এর লগে মিলে , অনেকটা সিক্যুয়াল ধরা যায়

Inside Man মুভি টার লগে অনেক মিলে ।



অবশ্য মুভি টা যে ডাকাতি বা টাকা নিয়া কাহিনী তা না , এহানে আরও কাহিনী আছে । হালারা ইংল্যান্ডের বেকার স্ট্রিটে একটা ব্যাংক ভল্ট ডাকাতি করতে যায় ভল্ট এর ভিতর টাকা পয়সা সোনাদানা লগে হালারা বড় বড় অফিসিয়ালদের পর্নো ছবি ও ঘুষে দেয়ার হিসাব বই পায় , এডি নিয়া আরও গেরা কলে পরে , বড় নেতা খেতারাও ছারবার পাত্র নয় , এম্নে কাহিনী সুন্দর ভাবে আগায়া যায়

আন্নে রা দেখবার পারেন ভালা মুভিটা ।

(শালার কপাল এই নিয়া তিনবার পোস্ট করতে গিয়া ধরা খাইলাম , ছবি আপলোড হয়না , পোস্ট করলে পরথম পেজ এ আইসা পরে , শালার এতো কষ্ট করে লেখার পর যদি হারায়া যায় তাইলে যে কেমন লাগে X(

there wase error with the token এর মাইরে বাপ X( X(( X(( )

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

ইখতামিন বলেছেন:
মুভিটা দেখবো...

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

লিংকন১১৫ বলেছেন: তারা তারি দেইখা ফালান

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

ইখতামিন বলেছেন:
ভাই.. সাউন্ড ছাড়া দেখেছি... কাহিনীর আগা মাথা বুঝিনা.. চোরগুলোকে শেষে ছেড়ে দেওয়া হয় কেন? B:-)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

বেলা শেষে বলেছেন: ...your writing style & selections i like them...

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

অপ্রচলিত বলেছেন: হালারা ইংল্যান্ডের বেকার স্ট্রিটে একটা ব্যাংক ভল্ট ডাকাতি করতে যায় ভল্ট এর ভিতর টাকা পয়সা সোনাদানা লগে হালারা বড় বড় অফিসিয়ালদের পর্নো ছবি ও ঘুষে দেয়ার হিসাব বই পায় , এডি নিয়া আরও গেরা কলে পরে , বড় নেতা খেতারাও ছারবার পাত্র নয় , এম্নে কাহিনী সুন্দর ভাবে আগায়া যায়


=p~ =p~ =p~
রিভিউ সেইরাম হয়েছে। হালাময় মুভি দেখার ইচ্ছা পোষণ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.