নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চাই ।

লিংকন১১৫

অতি সামান্য একজন মানুষ , লিখার ইচ্ছা অনেক , কিন্তু লিখতে পারিনা , লিখতে বসলেই সব গুলিয়ে যায় ।

লিংকন১১৫ › বিস্তারিত পোস্টঃ

একদম নতুন ব্যবসাইক আইডিয়া , যাহা এখন পর্যন্ত কেউ ভাবে নি!

২১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৫


যেহেতু আমাদের এই পরাধীন থুক্কু স্বাধীন দেশটি নদী মাত্রিক দেশ।
সেহেতু বর্ষা কালে আমাদের রাস্তা গুলো নদী হয়ে যায় ,
তাই আমরা নৌকা পারা পার সার্ভিস চালু করতে পারি , যেমন পূরবী টু কালশি পারা পার।
এমন আরও বিভিন্ন রুটে আমরা নৌকা সার্ভিস দিতে পারি। যেটা অল্প সময়ে অনেক বেশি লাভজনক একটি ব্যবসা হতে পারে, যা কিনা অনেক অনেক বেকার যুবক কে বেকারত্ব ‘খুচাতে’ সাহায্য করবে বলে আশা করা যায়।
তা ছারা সরকারের এখনো এ সেক্টরে চোখ পরেনি তাই মনে হয়না আগামি ৫ বছরের ভিতরে কোন প্রকার ভ্যাট বা ট্যাক্স বসাবে,
তা ছারা নৌকা তো ভোটের প্রতিক কিনা তাই মনে হয়না তেমন ঘুষ টুস নিবে।
তাই আসুন আজি সুরু করে দেই, আমরা পোর্টেবল নৌকা বানাতে পারি।

আপনার মাথায় আরও কোন উর্বর আইডিয়া থাকলে বলতে পারেন।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: মিরপুর উঁচু নিচু ঢালের কারনে এমন সমস্যা প্রায় দেখা যায়।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬

লিংকন১১৫ বলেছেন: প্রায় না ভাই , বহু পুরানা রোগ । অনেক টা গতর পুষা

২| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫০

কাইকর বলেছেন: ভাই মজা পাইলাম।মিরপুরে ব্যবসা খুলবো ভাবতেছি। শেয়ারে শুরু করতে পাড়ি

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৮

লিংকন১১৫ বলেছেন: মিয়া কষ্টে মরি আর আফনে মজা লুটেন ,
যাইহোক শেয়ারে সুরু করে দিতে পারেন । কুতি কুতি টাহা কামাইতে পারবেন আশা করি

৩| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫১

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর আইডিয়া, কাজে লাগানো যায়। ধন্যবাদ।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯

লিংকন১১৫ বলেছেন: জি আপনাকেও অনেক ধন্নবাদ ।
একদিন সাঁতার কাটার জন্য আমন্ত্রণ রইল

৪| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৩

নীল মনি বলেছেন: এই আইডিয়া অনেকদিন নিয়ে ঘুরছি,ফলাফল শুন্য।আইডিয়ায় ঠোকাঠুকি লেগে গেল।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০

লিংকন১১৫ বলেছেন: :) B-) :D এহে বলছেন কিহে তাই নি
ধইন্না

৫| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:০৫

একাল-সেকাল বলেছেন: ভরসা রাখুন নৌকায় !! এই স্লোগানের প্রসার সাধনের লক্ষে সরকারী সহযোগীতা পাওয়ার সম্ভাবনাও অতীব উজ্জ্বল। জয় বাংলা বলে লেগে যান :-B

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

লিংকন১১৫ বলেছেন: হায় হায় বলেন কি , ইহা তো আমার মাথায় আগে আসে নাই । অতীব দরকারি কথা ট্রাই মাইরা দেখা দরকার ।
ভরসা পাইনা ভাই ভরসায় ভেজাল ঢুকে গেছে কিনা :) B-) :D

৬| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:০৬

জোকস বলেছেন: আমি আসতাছি কলা গাছের ভেলা নিয়ে :P

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

লিংকন১১৫ বলেছেন: জি জি আজি চলে আসুন আমার এলাকায় =p~ =p~ =p~ প্রথম যাত্রী আমি হতে চাই ।
ও মাঝি ভাইরে গান টা মনে পরে যাচ্ছে

৭| ২১ শে মে, ২০১৮ দুপুর ২:০৯

লাবণ্য ২ বলেছেন: ভালো ভাবনা।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৪

লিংকন১১৫ বলেছেন: তাই নাকি ? কিভাবে বুঝলেন ইহা ভালো ভাবনা ?
ধইন্না কমেন্ট এর জন্য

৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৩:২১

বনসাই বলেছেন: গত পহেলা বৈশাখে হঠাৎ ঝড়ে এই সাংবাদিক প্লটে আটকে পড়েছিলাম, স্থানীয় দোকানীকে জিজ্ঞেস করলাম, পানি নামবে কতক্ষণে? উত্তর পেলাম, আল্লাহ মালুম। পানি পেরুনোর কোনো পন্থা না পেয়ে প্যান্টের পা দুখানিই গুটাতে হয়েছিল অবশেষে।

যাত্রী হিসেবে বুকিং দিয়ে রাখলাম।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

লিংকন১১৫ বলেছেন: আহারে , সাথে নিশ্চয় গফ ছিল ! :-P =p~
অগ্রিম টিকিট বুকিং চলছে আজি চলে আসুন :-P =p~

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

লিংকন১১৫ বলেছেন: রাজীব নুর ভাইয়ের কি টিকেট ফিকেট লাগবে না নাকি =p~ :-P

১০| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আরে ভাই, নৌকা চালু করার জন্যই তো নৌকায় ভোট দিসেন, নাকি...তো সমস্যা কোথায়? B-)

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

লিংকন১১৫ বলেছেন: এইরে সারছে , এমতে তো ভাবি নাইগা :-B

১১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৩

অদৃশ্য বালক বলেছেন: সব কথার এক কথা নৌকা ছাড়া উপায় নাই!!! B-) B-) B-) B-) B-)

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

লিংকন১১৫ বলেছেন: সেটাই তো দেখতে পাচ্ছি , হারে হারে টের পাওাচ্ছে :( :(

১২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:২০

শামচুল হক বলেছেন: আইডিয়া মন্দ নয়।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

লিংকন১১৫ বলেছেন: তাতো বটে B:-)

১৩| ২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইডিয়া প্রসব করেই হারিয়ে গেলেন কেন? মন্তব্যর উত্তরও দিতে হয়...

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:০১

লিংকন১১৫ বলেছেন: ব্রডব্যান্ড চালাই কিনা , বৃষ্টি ঠাডা পরলে বন্ধ হয়ে যায় কিনা X((

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমি কখনো এমন দৃশ্য দেখিনি তবে দেখার ইচ্ছে আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

লিংকন১১৫ বলেছেন: খাইছে আমারে দেহেন্নাই মানে !!! আন্নে কোন দেশে থাহেন ?
আমি আপনাকে বদ-দুয়া দিলাম !!! এমন আটকা পড়বেন যা সহজে ছুটতে পারবেন না !!!

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ওহো ভাইয়া!!! এটা কি বলেন? আচ্ছা অসুবিধা নেই তখন আপনাকে নিয়ে একসাথে এই কঠিন এবং মজার সময় পার করবো। ;)

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫

লিংকন১১৫ বলেছেন: কিহ ! না.....................হ ! ওরে না............ !
আমারে আবার এর ভিতর টানলেন কিল্লাই X(( আফনে দেহি ভালা মানুষ না X((
জান এবার আফনারে কঠিন বদ-দুয়া দিলাম ,
চোখ বন্ধ করে কল্পনা করুন তো ক! কোন রোম্যান্টিক মেঘলা সুন্দর একদিনে আফনে আর আফনের বয়ফ্রেন্ড বা হাসবেন্ড ঘুরতে বের হলেন, চলে এলেন মিরপুরে ।
অর্ধেক রাস্তায় তুমুল বৃষ্টি , যেহেতু আপনি রিক্সায় ছিলেন সেহেতু রিক্সা থেকে নেমে দুজনে ভোঁ দৌর দিয়ে কোথাও আশ্রয় নিলেন ।
ঘণ্টা খানেক বাদে বৃষ্টি থামল ।
রাস্তায় বের হয়ে দেখলেন মাজা সমান পানি ! বেপার তা কেমন ঠেকবে তখন ভাবতে পারছেন ! ;)

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০

টারজান০০০০৭ বলেছেন: খারাপ নহে ! পানি সরিলে ধান লাগাইতেও পারেন ! ইহাতে ডবল লাভ !

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

লিংকন১১৫ বলেছেন: বাহ দারুন বুদ্ধি তো ! আপনি মনে হয় আমার মতো বালিশের নিচে ঘুমান ! ;)
পানি সরিলে পলি মাটি পাওয়া যাবে তাহাতে ধান বুনিলে ধান গাছ তর তর করে বেরে উঠবে ।
কিন্তু আমি তো জানি বন্যা হলে পলি মাটি জমে , আর সেটা গ্রামের দিকে ।
কিন্তু ঢাকাতে তো ড্রেনের ময়লা ছারা তো কিছুই পাওয়া যাবে না ! অবশ্য এই মল মূত্র কে আমরা সার হিসাবে কাজে লাগাতে পারি ।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা!রে কতদিন থেকে কলা গাছের ভেলায় চড়া হয়না। ;)

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

লিংকন১১৫ বলেছেন: বইলছেন কি হে , আজি চলে আসুন মিরপুরে

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১০

অনল চৌধুরী বলেছেন: সবসময় তো হবেনা,শুধু বৃষ্টির দিনগুলিতে হবে।

০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:১৭

লিংকন১১৫ বলেছেন: তা থিক , তবে সবসময় রাস্তা ভাঙা থাকে এটা সত্য

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

নাসরিন ইসলাম বলেছেন: রম্যরসাত্মক শোনালেও ভাববার বিষয় আছে।

০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:১৮

লিংকন১১৫ বলেছেন: হুম , যার কষ্ট সেই একমাত্র বুঝে ।
মন্ত্রি মিনিস্টার তো রাস্তা দিয়ে চলা ফেরা করে না , তাই তারা বুঝে না ।

২০| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

অনল চৌধুরী বলেছেন: জেমস বন্ড পদ্ধতি কাজে লাগতে পারে।

২১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪

বীরশ্রী বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.