নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চাই ।

লিংকন১১৫

অতি সামান্য একজন মানুষ , লিখার ইচ্ছা অনেক , কিন্তু লিখতে পারিনা , লিখতে বসলেই সব গুলিয়ে যায় ।

লিংকন১১৫ › বিস্তারিত পোস্টঃ

VPN Proxy

০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ২:১০

হটাৎ করে সামু তে ঢোকা যাচ্ছে না ! বাসা থেকেও না অফিস থেকেও না ! কাহিনী কি বুঝলাম না কদিন চেষ্টা করলাম মাগার পারলাম না । পরে ভিপিএন দিয়ে ঢুকতে পারলাম ।
ঢুকেই জানলাম সামু কে বন্ধ করে দেয়াহয়েছে তবে সব ISP থেকে নয়, আমার বসায় backup লাইন থাকার কারনে সেটা বুঝতে পারলাম। সামুর সাথে এহেন কাজ করা একদমি ঠিক হয় নি । যেখানে আমি নিজেই অলসতার কারনে কদিন সামু তে ঢুকে নি তাহলে অন্য রা কি করবে !
যারা একদম নতুন বা VPN Proxy etc সম্পর্কে জানে না ?
অনেক ধরনের VPN Proxy আছে , অনেকে অনেক ধরনের গুল ব্যাবহার করে ।
তবে আমার কাছে সব থেকে ভালো লেগেছে windscribeযা আপনি একি সাথে PC ও সব ধরনের Mobile এ চালাতে পারবেন , তবে এখানে 10 GB Data Limited আমার মনে হয় প্রতি মাসে ব্লগ ব্যাবহারে এর থেকে বেশি লাগার কথা না

Windscribe আপনি একি সাথে Windows/Mac/Linux এ ব্যাবহার করতে পারবেন , সাথে Opera/Firefox/Google Chrome তেও ব্যাবহার করতে পারবেন ।
IOS/Android/Blackberry তেও ব্যাবহার করতে পারবেন খুব সাধারণ ভাবে ।
windscribeলিঙ্ক এ ক্লিক করে আপনি একটা Free account করে নিন , অতঃপর আপনি আপনার পছন্দের প্লাটফর্মের সফট টি নামিয়ে লগিন করলেই কাজ হয়ে যাবে ।

এর পরে আমার ভালো লাগা u proxy মানে UltraSurf এটাও ফ্রী , যেহেতু এটা ক্রস প্লাটফর্ম সাপোর্ট করে তাই আপনি u proxy P.C ও Mobile চালাতে পারবেন ।


UltraSurf খুবী user friendly তাই আপনি এটাকে ডাউনলোড করেই কোন প্রকার install ছারাই ব্যাবহার করতে পারবেন । এবং এটা খুবী লাইট একটা সফটওয়্যার ।

আপনাদের হয়তো অনেকে জানেন যে Opera Browser এ VPN আছে খালি আপনাকে এটাকে চালু করে নিতে হবে

আর এটাও ফ্রী তাই ধুমাইয়া ব্যাবহার করতে পারেন ।

যদি আপনার Opera Browser এনাবল না থাকে তাহলে আপনি Opera option থেকে advanced এ ক্লিক করুন তারপর privacy & security তে ক্লিক করুন নিছে ক্রল করে আসুন পেয়ে যাবেন এনাবল করে দিন ও Browser এর address বারের VPN এ ক্লিক করে অন করে নিন ।


Advance Level এর proxy ব্যাবহার করতে চাইলে Tor Browser ব্যাবহার করতে পারেন তবে কিছুটা Browsing কিছুটা slow পাবেন
আপনি আপনার 32 bit & 64 bit P.C অনুযায়ী download করে install করতে পারেন
view this link


আরও VPN আছে যা সম্পূর্ণ ফ্রী না দেখতে পারেন , নাম গুলো নিয়ে Google এ search মারেন পেয়ে যাবেন , অবশ্য google মামু থাকতে আর কিছু কি লাগে
1. view this link
2. view this link
3. view this link
4. view this link
5. view this link
6. view this link
7. view this link

অবশ্য আপনি ইচ্ছে করলে view this linkবা dial up connection vpn ব্যাবহার করতে পারেন
যদিও ইহা setup করা একটু ঝামেলা

view this link
view this link
view this link

সব কিছুর পুরা বিস্তারিত দিতে না পারার জন্য অনেক দুঃখিত আমি ।
সমস্যা বা কিছু বলার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট এ জানাবেন ।
শুভ ব্লগিং .।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।

সব শেষে বলতে চাই

'জয় হীরক রাজার জয় '

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৮

সাহাদাত উদরাজী বলেছেন: অনেক দিন ধরে লিখছেন না, লিখুন। আমরা জানি।

২০ শে জুন, ২০২০ সকাল ১১:৪০

লিংকন১১৫ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
আসলে তেমন গুছিয়ে লিখতে পারিনা , তাই লিখা হয়না ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

নতুন নকিব বলেছেন:



আপনি গতকাল আমার ব্লগবাড়িতে দেখলাম চুপিচুপি ঘুরে এসেছেন। সেজন্য ধন্যবাদ।

আপনার পরবর্তী লেখার অপেক্ষায়। ভালো থাকবেন। শুভকামনা সবসময়।

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১০

লিংকন১১৫ বলেছেন: জিভাই অনেক ধন্যবাদ
আমার ব্লগে আসার জন্য।
আসলে খুব একটা সময় পাইনা লেখার জন্য , হঠাৎ করেই আব্বু চলে যাওয়ায় সব কিছু ওলট পালট হয়েগেছে !

৩| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১১

নতুন নকিব বলেছেন:



দুঃখিত! আপনার আব্বুর বিয়োগজনিত ঘটনা জানা ছিল না। তার জন্য মাগফিরাতের দুআ।

৪| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: আবারো আপনার লেখায় আসলাম, লিখুন নুতন লেখা। আপনি চমৎকার একজন টেকনিক্যাল ব্যাক্তি, এমন সব অজানা বিষয় নিয়েই লিখুন।

৫| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভিপিন এন ইটিসি নিয়ে আমার জ্ঞান ১০০% শূণ্যের কোটায়।

আমাকে যদি কেউ কলমে দেখিয়ে দিত তাহলে হয় তো পারতাম।

১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪২

লিংকন১১৫ বলেছেন: জী কি জানতে চাচ্ছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.