নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফখর

আলো

আলো › বিস্তারিত পোস্টঃ

সোফিয়া - একটি ধাপ্পাবাজী

০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৭

সোফিয়া নামক রোবট নিয়ে দেশ বিদেশে সমানে যে ধাপ্পাবাজী শুরু হয়েছে, তা নিয়ে না লিখে নিজেকে সংযত রাখতে পারছিনা বলে এই পোষ্ট।
আমার গ্রেজুয়েশন থিসিস এ anthropomorphic robot (মানুষের মত আচরন করতে পারা রোবট) নিয়ে কাজ করার সুবাদে অল্প-বিস্তর রোবটিক্স নিয়ে যা জানি এবং এই রোবট নিয়ে এযাবৎ যা দেখেছি আর পড়েছি তাতে আলবৎ বলতে পারি এটা একটা smart chat engine ছাড়া আর কিছু না। এখানে artificial intelligence এর কিচ্ছু নাই।
এর ডেভেলপার রা এটাকে একটা face দিয়েছেন, এই রোবোট language process করে (speech to text conversion যা আমরা মান্ধাত্তা আমল থেকে দেখে আসছি) এটা কি Joyful sentence? নাকি sad sentence? নাকি flat sentence এটার উপর ভিত্তি করে face ভেতরে থাকা মটর গুলা রোটেট করে। যদিও এটার Sad expression নাই।
আর lip movement আরো ফানি। এটা শুধু ওষ্ঠ বর্ন (m,f,b,p,v) আসলে, lips touch করে, কথা বলার সময় কোন tongue movement নাই।
এর মধ্যে keyword scan করে আগের থেকে কপি করা sentence গুলা match করায় আর উত্তর speaker এ বাজতে থাকে।
এর স্টুপিডিটির সিম্পল কিছু Example দেই:
আপনি যদি ask করেন, "what do you think of humans?" ফটাফট মুখস্ত রাখা answer বাজায়ে দিবে, but এর পর যদি ask করেন, "Can you tell more about it?" সোফিয়া একটা ভক্কর চক্কর লাইন বলবে, যার কোন মানে আপনি দাড় করাতে পারবেন না। কারন সে জানেনা এখানে 'it' বলতে আপনি কি বুঝাইছেন?
পৃথিবীতে অনেক intelligent রোবোট আছে যারা সোফিয়ার চাইতে way too smarter and way too functional. Stupid সৌদি সরকার stupid একটা chat engine কে citizenship দিয়ে দিছে, আর এটা নিয়ে শুরু হয়েগেছে ধাপ্পাবাজীর ব্যবসা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সর্বনাশ ! বেটা বলে কি ?
-না ভাই এটা আমার কথা নয় | নটরডেম কলেজে আমার এক শ্রদ্বেয় বাংলা শিক্ষকের কমন 'ডায়ালগ' ছিল এটা |

আপনার তো ভাই সাহস কম নয় | যেখানে বাংলাদেশের আইটি বিজ্ঞানী (!), বিশেষ-অজ্ঞ সহ সকল কুতুবরা সোফিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনি সোফিয়ার চরিত্র হনন করে বসলেন ! ;)

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৌদি মাথা মোটারা এর চেয়ে বেশি আর কী করতে পারে?

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: বঙ্গদেশেও ছাগলের সংখ্যা কিছু কম নয়।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: সৌদিরা হলো ভন্ড। আর বর্বর।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

আলামিন বাদশা বলেছেন: ভালো

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

মরুসিংহ বলেছেন: এটা সত্যিই অবাক করা বিষয় যে, যে সরকার তাদের দেশে সারাটা জীবন সেবা দেয়ার পরও কাউকে নাগরিকত্ব দেয় না সে সরকার সামান্য একটা রোবটকে নাগরিকত্ব দিয়ে দিল। এজ ইফ খেটে যাওয়া মানুষের চেয়ে রোবট আরো গুরুত্বপূর্ণ!!

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

সাইন বোর্ড বলেছেন: অাপনার বক্তব্যের সারবত্তা অাছে, ইউটিউবে বেশ কিছু সাক্ষাৎকার দেখে অামারও সেরকম মনে হয়েছে ।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখকের বক্তব্যের সাথে পুরোপুরি একমত। লিখার জন্য সাধুবাদ জানাচ্ছি।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

আনু মোল্লাহ বলেছেন: আমার কাছেও রোবট নিয়ে এত টানাটানি ভাল লাগছিল না। আপনি আইটি পারসন হিসেবে দেখিয়ে দিলেন আসলেই ব্যাপারটি কি ছিল। ধন্যবাদ।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

আল ইফরান বলেছেন: ইউএস থেকে দেশে ছুটিতে আসা এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে।
উনি কেবল এইটাই বললেন রোবটের আর্ম ডিজাইন হচ্ছে সবচাইতে কমপ্লিকেটেড অংশ যেখানে ২৬৮+ মুভমেন্ট সেন্সর কাজ করে, সেই হিসেব করলে একে বড়জোর এআই ভিত্তিক মেশিন লার্নার বলা যায়।
জনগনের টাকায় জনগনের সাথে তামাশাটা ভালোই হল।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১২

সোহানী বলেছেন: আল ইফরান বলেছেন: জনগনের টাকায় জনগনের সাথে তামাশাটা ভালোই হল।
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৌদি মাথা মোটারা এর চেয়ে বেশি আর কী করতে পারে?

কিন্তু আমরাতো আরো বেশী মাথা মোটা হেনা ভাই..........

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৮

কুঁড়ের_বাদশা বলেছেন: সোফিয়া আমার মনের মানুষ। :P সোফিয়াকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলা হলেও সে এখনো বুদ্ধিপ্রতিবন্ধী আছে। সব নাটক। :P

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: ঠিক বলেছেন

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯

অ্যাপল ফ্যানবয় বলেছেন: ভালো বলেছেন

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২২

চির চেনা বলেছেন: দুঃখজনক

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: ভাবছি, এই হৈ-চৈ এর পিছনের গল্পটা।।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি এমনকি এই বোগাস গ্যাজেটটার কোন খবরেও চোখ বুলিয়ে দেখার চেষ্টা করিনি।

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.