নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমানের বক্তব্য থেকেঃ

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৪১

- বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- এখন পর্যন্ত কেউ তথ্য উপাত্ত দিয়ে প্রমান করতে পারে নি যে আমি যা বলেছি তা ভুল।
- ১৯৭১ সালের ৭ ই মার্চ শেখ মুজিবের যেই ভাষণ কে আওয়ামী লীগ স্বাধীনতার ঘোষণা বলে প্রচার করে, ইত্তেফাকের ৮ ই মাচের খবরের বিবরনে কথাও লিখে নাই যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেছিলেন। শেখ মুজিব যেই চার দাবী রেখেছিলেন তা মেনে নিলে শেখ মুজিব হতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
- আওয়ামী শাসন আমলের কমন খবর ব্যাঙ্ক ডাকাতি, উঠিয়ে নিয়ে হত্যা, নিজেদের মধ্যে হতাহতি, হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার।
- ১৯৭৪ সালে হঠাৎ করে সরকারই মালিকানা ছাড়া বাকি সব সংবাদ পত্র বন্ধ করেছিল। গত পাঁচ ছয় বছরেও তাও করেছে আওয়ামী লীগ। এই ঘটনা তাদের প্রতিটা আমলে করেছে।
- যারাই আওয়ামীদের বিরুদ্ধে কথা বলে তাদের মুখ বন্ধ করার পদক্ষেপ তারা সব সময় নিয়েছে।
- যেভাবে ১৯৭৪ সালে যেভাবে জোর করে সবাইকে বাকশালে যোগ দিতে বাধ্য করেছিল, এখনো তাই।
- হাসিনার ওয়েস্ট মিনিস্টার গনতন্ত্রে সবাই হাসাহাসি করে।
- শেখ মুজিবের সময় বাকশালি শাসনের আমলে যেমন বুদ্ধিজিবিরা নির্যাতিত হয়েছিলেন, তেমন আজও তারা নির্যাতিত। হাসিনার শাসন আমলে কেউ নিরাপদ নয়।
- সত্য কথা বলার দায়ে এ কে খন্দকার সাহেবের বিরুদ্ধে গত সপ্তাহে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। এই ধরনের আচরণ কাদের সিদ্দিকির সাথ, গোলাম মাওলা রনির সাথেও করছে।
- কোথায় সালাউদ্দিন, খোকন, ইলিয়াস আলী,......ইইউ, ডব্লিউএইচও, ইউএসএ জানতে চেয়েছে।
- আজ ইইউ মিটিঙে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহসের অভাবে যায় নাই।
- শেখ হাসিনার কাছে আর তাঁর অবৈধ সরকারের ইইউ এর প্রশ্নের জবাব দেয়ার ক্ষমতা নাই।
আসন্ন সিটি কর্পোরেশানের নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেনঃ
- আন্দোলন কে ডাইভার্ট করার জন্য তারা দুই সিটি করপরেশানের নির্বাচনের ঘোষণা দিয়েছে । তারা ভেবেছে নির্বাচন দিয়ে আন্দোলন স্তিমিত করে দিতে পারবে।
-বহু জেলায় তৃণমূল নেতাদের সাথে টেলিফোনে কথা বলেছি। শীঘ্রই সামনা সামনি সবার সাথে কথা বলব।
- তৃনমূলের প্রত্যেকটা নেতা কর্মী বলেছে আমাদের কষ্ট হবে তবুও আমরা আন্দোলন কে সফল করব।
- তৃণমূল বলেছে ভাই, আমরা রাজনীতি করি, রাজনিতিকে আমরা রাজনীতি দিয়ে খেলব।
- আওয়ামী লীগের রাজনীতি ভোট ডাকাতি আর ভোট চুরির রাজনীতি।
- নিরপেক্ষ রাজনীতিতে আওয়ামী লীগ সব সময় হেরেছে।
- আমরা একদিকে আন্দোলন করব, আরেকদিকে নির্বাচন করব।
-আমরা প্রমাণ করব যে এই সরকার এর অধীনে কোন সঠিক আর সুশঠ নির্বাচন হতে পারে না। সেটা আমরা নির্বাচনে অংশগ্রহন করে প্রমাণ করব।
-সিটি করপরেশানের নির্বাচনে আমাদের অংশগ্রহণ আমাদের আন্দোলনের কৌশল।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫২

স্পাইক্র্যাফট বলেছেন: "আপনে একজন জারজ" এবার তথ্য-উপাত্ত দিয়ে প্রমান করেন আমি ভুল। দুঃখিত, উগ্র হবার জন্যে।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৭

কাউন্টার নিশাচর বলেছেন: হাম্বারা সবসময়ই উগ্র হিংস্র জানোয়ার। এক হাম্বা লীগের জানোয়ারের মুখে এসব কথা শুনে অবাক হওয়ার কিছু নাই।

২| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৮

যোগী বলেছেন:
তারেক জিয়ার মাকে সৌদি গিয়া ফালু লাগাইছে আর কোকোর জন্ম হইছে। ব্যাপারটাকে একটু মিথ্যা প্রমান করতে বলেন প্লিজ।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৭

কাউন্টার নিশাচর বলেছেন: হাম্বারা সবসময়ই উগ্র হিংস্র জানোয়ার। এক হাম্বা লীগের জানোয়ারের মুখে এসব কথা শুনে অবাক হওয়ার কিছু নাই।

৩| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫

মঞ্জু রানী সরকার বলেছেন: পাগলে কি না বলে

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:২১

কাউন্টার নিশাচর বলেছেন: হাম্বায় কিনা খায়।

৪| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২২

সাদী ফেরদৌস বলেছেন: তোর জন্ম পাকি সেনা ক্যাম্পে অথবা ভারতের কোন পতিতা পল্লিতে । তোর মার যোনিতে কম করে হলেও কয়েকশো পাকি ও ভারতিয় কুত্তার বীর্য পৌঁছেছিলো । এদের মধ্যে যার বীর্যে তোর জন্ম সে মনে হয় গাজা খেয়ে উল্টা পাল্টা বকত । পিতার সেই অভ্যাস টা পুত্রের মধ্যেও রয়ে গেছে আর কি

২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৯

কাউন্টার নিশাচর বলেছেন: তোকে আর কিছু বলব না, তোর গায়ের চামড়ায় বিদ্বেষের আগুন জ্বালাতে পারছি এটাই সার্থকতা। গালি দিতে থাক, তোরাই আমাকে পপুলার করবি। আমার কিছু করতে হবে না। ভালো থাকিস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.