নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

সাভারে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর ছাত্রলীগের হামলা

১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৩

সাভারে হেমায়েতপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছেন থানা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হামলায় আহত ওয়ার্কশপ ব্যবসায়ী আসাদ খান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সাভার থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ কবীর তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দুপুরে বাসা থেকে ওয়েল্ডিং কারখানায় যাওয়ার পথে পুনরায় চাঁদার দাবিতে ফিরোজ কবীর ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমি ও সঙ্গে থাকা নাহিদ, শামীম, শাকিলসহ পাঁচ কর্মচারী আহত হন।’
পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফিরোজ কবীর ও তার সহযোগীরা পালিয়ে যান। এদিকে ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৫

এন ইউ এমিল বলেছেন: শুধু হেমায়েত পুর কেন সারা দেশেই এমন হচ্ছে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.