নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

ড. জাফরুল্লাহ চৌধুরীর অধিকার রক্ষায় জাতিসংঘকে সব ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান

২১ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৪

বাংলাদেশে বাক স্বাধীনতার ওপর সীমাবদ্ধতাগুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে উঠে এসেছে। বিশেষ করে ড. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় দণ্ডের বিষয়টি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ২৯তম অধিবেশনে আন্তর্জাতিক কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। সুইডেনভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড (আরএলএ) ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এতে এ বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে আরএলএ’র পক্ষ থেকে।
বিবৃতিতে বলা হয়, ড. জাফরুল্লাহ চৌধুরী একজন মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সমাজকর্মী এবং ১৯৯২ সালের রাইট লাইভলিহুড পুরস্কার জয়ী। ঢাকাভিত্তিক বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সমর্থনে বিবৃতিদাতাদের একজন স্বাক্ষরকারী হওয়ার কারণে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ড. জাফরুল্লাহকে আদালত অবমাননার অভিযোগে দণ্ড দেন।
১৮ই জুন এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের সিস্টার অর্গানাইজেশন এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার ইউএনএইচআরসির কাছে এক মৌখিক বিবৃতি দাখিল করে। এতে বলা হয় ‘স্বতন্ত্র কণ্ঠগুলো দমিয়ে রাখার জন্য কিভাবে কিছু দমনমূলক আইন আর আদালত অবমাননার অভিযোগ ব্যবহার করা হচ্ছে।’
ওই বিবৃতিতে ড. জাফরুল্লাহ চৌধুরী ও ডেভিড বার্গম্যান উভয়ের আদালত অবমাননার দণ্ডকে ‘বাংলাদেশের মত প্রকাশের ওপর বিরাট আঘাত’ বলে অভিহিত করা হয়েছে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.