নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

গোলাম আযম এবং শেখ মুজিবের কথোপকথন

২১ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

গোলাম আযম স্যার এর নিজের ভাষায় শুনুন:-

"বিমানে আরোহন করে আমার আসন তালাশ করছি। এমন সময় শেখ মুজিব এসে বললেন-এই আযম সাহেব এদিকে আসেন। কাছে গিয়ে লক্ষ্য করলাম আশে পাশে কয়েক দলের নেতারা বসে আছেন। শেখ মুজিব হাসি মুখে কথা বলতে অভ্যস্ত এবং হালকা রশিকতা করতে পছন্দ করতেন। শেখ মুজিব হাত বাড়িয়ে আমাকে এক আসনে বসিয়ে দিয়ে রসিকতা করে অন্যদেরকে শুনিয়ে বললেন-আযম সাহেবের মত ভালো মানুষও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীতে গেলেন!!!!! আমি জবাবে হেসে বললাম-শেখ সাহেব ঠিকই বলেছেন। সব ভালো লোক গুলো জামায়াতের মতো একটা খারাপ দলে যোগদান করেছে এবং মন্দ লোকগুলো আওয়ামীলীগের মত একটা ভালো দলে শামিল হয়েছে। আশ পাশের সবাই হাসলেন। শেখ সাহেব বললেন-দেখুন দেখি আযম সাহেব আমাকে কেমন মারটা দিলো...!

[সুত্রঃ (গোলাম আযমের জীবনীগ্রন্থ) জীবনে যা দেখলাম,তৃতীয় খন্ড। পৃ-৮০]

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৫ রাত ১০:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: আযম যদি ভালো মানুষ হয় তবে ভালো মানুষের তো দূরের কথা মানুষের সংগাই বদলে যাবে| ও মানুষ হলে কুকুর কে?

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৩:২৫

কাউন্টার নিশাচর বলেছেন: কুকুরের নামটা বললে তো সামু কর্তৃপক্ষ ব্যান করে দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.