নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

সালাউদ্দিন কাদের চৌধুরী , আমাদের ক্ষমা করবেন প্লিজ

৩০ শে জুলাই, ২০১৫ রাত ২:০৮

১৯৯৬-৯৭ সালের ঐতিহাসিক ফেনী বিমান বন্দরে,সালাউদ্দিন কাদের ভাইয়ের বক্তব্য আমাকে প্রতিবাদী করে তুলছে,আর চোখ বেয়ে পানি আসছে,তখন ফেনী ছিল বাংলদেশের ১ নাম্বার সন্রাসের জনপদ জয়নাল হাজারীর ইস্টিয়ারিং গ্রুপ (ক্লাস কমিটির) কাছে জিম্মি,তিনি তখন আমাদের কে সাহস যুগিয়েছিলেন,বক্তব্যে বলেছিলেন,"শুনেছি এখানে নাকি একটা পুচকে শয়তান থাকে,কি হাজারি না টাজারি,এই শয়তান আর কাউকে সমস্যা করলে তোমার কান মলে দিব,তারপর আমাদের মনোবল অনেকটাই চাংগা হয়,নেতা কাকে বলে সেদিনই আমি বুঝেছি,যখন ড্রাইভার কে পেছনে দিয়ে নিজে ড্রাইভ করছে আর সবার সাথে হাত মিলাচ্ছে......এমন নেতা বিএনপির অহংকার।

নেত্রী কে যেদিন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেয়া হয়,সেদিন বিএনপির সব বড় বড় নেতা ছিল চুপ,কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী সেদিন আঙ্গুল তুলে প্রশাসন এবং সেনাবাহিনীকে বলেছিলেন__
-আপনারা হচ্ছেন চাকর,আর চাকর হয়ে মনিবের সাথে বেয়াদপি করবেন না!
সব সময় দলের নেতা-কর্মিদের সাথে থাকা সালাউদ্দিন ভাইয়ের সাথে আজ কেউ নাই, বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষটি সবাই কে অভয় দিয়ে বলতেন
-আমি তোর সাথে আছি, আজ তার সাথেই কেউ নাই......
আজ তার সাথে বিএনপি ও নাই।


চট্টগ্রাম তথা এদেশের রাজনীতির
অন্যতম সাহসী নেতা, সিংহপুরুষ প্রিয়
নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর
ফাঁসির রায় বহাল। . .
.
একজন প্রকৃত,সাহসী,তেজী
রাজনীতিবিদকে সত্যিই ই মিস করবো
খুব। . .

নিষ্প্রভ বিএনপি
নিশ্চুপ সুবিধাভোগী নেতারা। . .
.
বলার কিছুই নাই। . . খারাপ লাগছে,

ক্ষমা করবেন বাংলার অবিসংবাদিত নেতা
আপনি ভুল সময়ে, ভুলে ভরা একটি দলের রাজনীতি করছেন।
বিএনপির শীর্ষ নেতাদের ভুলের মাশুল দিতে গিয়ে হারাতে হলো ইলিয়াস ভাইকে,
পিন্টু ভাই চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মী কে
আর এবার আমাদের প্রিয় নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী কে হারাতে চলেছি
সালাম প্রিয় নেতা বেঁচে থাকবেন হাজার বছর
.


মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৩:৪৬

কোলড বলেছেন: I like him. He speaks best English among all these politicians in Bangladesh and he studies too as evidenced by his parliament lecture. Most of all he has a knack of choosing words to deliver the sting.

২| ৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৪৭

চাঁনপুইরা বলেছেন: এন্ড হি ওয়াজ এ বিগ বেয়াদপ অল সো, আই হেইট বেয়াদপ ভেরি মাচ । যত বড় হেন তেন যাই হোক যে মানুষ কে অসম্মান করে, তাকে আমি প্রচণ্ড ঘৃণা করি যদি সে আমার বাপ ও হয়। বর্তমানের অনেক রাজনীতিবিদ দের ( নিম্ন থেকে সর্বোচ্চ) ও একই কারনে অপছন্দ করি।

৩| ৩০ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ক্ষমা করবেন বাংলার অবিসংবাদিত নেতা
আপনি ভুল সময়ে, ভুলে ভরা একটি দলের রাজনীতি করছেন।

৪| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:১৯

যোগী বলেছেন:
তুইতো সাকার পতিতা, তোর ক্ষমা চাওয়ার কিছু নাই। এরপরে না হয় সাকার পোলার গেলমান গিরি করবি।

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১১

কাউন্টার নিশাচর বলেছেন: হাহ হাহ হা
হ্যারে হাম্বা
পতিতা আর গেলমানের পার্থক্যটা বুঝিস?

৫| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৩০

এই আমি সেই আমি বলেছেন: মাননীয় ব্লগার , আপনার পোস্ট পড়ে আমি পুরাই চোদনা হয়ে গেলাম।

সে ভুল দেশে ভুল রাজনীতি করেছে । তার উচিত ছিল পাকিস্তানে গিয়ে মুসলিম লীগ রাজনীতি করা উচিত ছিল ।

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১২

কাউন্টার নিশাচর বলেছেন: মাননীয় ব্লগার , আপনার কমেন্ট পড়ে আমি পুরাই চোদনা হয়ে গেলাম। আপনার উচিত হবে রেন্ডিয়া গিয়া এই সব মন্তব্য করা।

৬| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

নতুন বাঙ্গাল বলেছেন: দু:খ কইরেন না, সাকা না থেকলেও হুকা থাকবে আমাদের মাঝে। মানে ঐ সোন মিয়া/ লাল মিয়ার মত আরকি,' মিয়া ঠিকই আছে খালি সোনাডা লাল হইয়া গেছে আরকি'।

৭| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪০

হাবিবুর রাহমান বাদল বলেছেন: নিষ্প্রভ বিএনপি
নিশ্চুপ সুবিধাভোগী নেতারা। . .
.
বলার কিছুই নাই। . . খারাপ লাগছে,

ক্ষমা করবেন বাংলার বাগ্মী নেতা
আপনি ভুল সময়ে, ভুলে ভরা একটি দলের রাজনীতি করছেন।

বি এন পি সম্পর্কে যথাযথ মুল্যায়ন করেছেন আপনিি ।

৮| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৯

সেলিম জাহাঙ্গীর বলেছেন: ১) বাবু ওআইসি নিয়ে কথা বলার কে, উনাকে ওআইসি নিয়ে কথা বলতে হলে,আমি ছোট বেলায় যে জিনিসটা কেটে ফেলে দিয়েছি,আগে ওই জিনিসটা কেটে ফেলতে হবে। তারপর বাবুকে ওআইসি নিয়ে কথা বলতে বলেন "

ওআইসি-এর মহাসচিব পদের জন্যে সালাউদ্দিন কাদের চৌধুরিকে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। সাকা চৌধুরি সেই জন্যে দেশের বাহিরে ছিল। আর সেই সময় সাংবাদিকদেরকে কালা বিলাই চুরুঞ্জিত বলেছিল-"সাকা চৌধুরিকে কেন ওআইসি-এর মহাসচিব , উনি তো এর যোগ্য না।"

দেশে ফিরে এলে, সাংবাদিকরা বিমান বন্দরে সাকা চৌধুরিকে কালা বিলাই চুরুঞ্জিতের এই কথা বলল, তা শুনে সাকা চৌধুরি উপরোক্ত বচ্চন ছাড়ে

২) আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজেই কুত্তা নাড়ায়"

৩) সংবিধান পরিবর্তন নিয়ে....'সোনা মিয়া'-কে বানাইসে "লাল মিয়া" আর "লাল মিয়া"-রে বানাইসে 'সোনা মিয়া' । এখনে মিয়া-মিয়া কিন্তু ঠিকই আছে। 'সোনা' ডা শুধু "লাল" হইয়া গেছে।

৪) মাননীয় স্পিকার এদেশে নতুন একধরনের ডিজিটাল মেশিন আবিষ্কৃত হয়েছে, যার একপাশ দিয়ে রাজাকার ঢুকিয়ে দিলে, অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। আর সেই মেশিনটির নাম ডিজিটাল আওয়ামীলিগ মেশিন। "

৫) "আংগুল দেখাবেন না,ওই আংগুল এ রিং পরানোর কথা ছিল"।-সাকা চৌধুরী হাসিনাকে উদ্দেশ্য করে সংসদে হাসিনা আঙ্গুল তুলে সা কা চৌধুরীকে কথা বললে, সাকা উপরুক্ত উক্তিটি করেন।

৬) আমি বুঝিনা এত সোনা থাকতে ওনার কেন আমার সোনা পছন্দ । ওয়াজেদ সাহেব তো উনার সোনার চাহিদা পুরন করবে। এর মধ্যে আমি কেন আসব "-সাকা চৌধুরী (হাসিনাকে উদ্দেশ্য করে)

-তার কথা শুনে সাংবাদিকদের মধ্যে হাসির রোল পরে গেলে...

আবার সাকা চৌধুরী বলেন-"আমি কিন্তু সোনা বলতে এখানে অরনামেন্ট'স বুঝিয়েছি ।"

৭) সংসদে বক্তিতার এক পর্যায়ে সাকা চৌধুরী বলেছিলেনঃ

সাকা - ".....মাননীয় স্পিকার,আমিতো চোদনা হয়ে গেলাম।"

স্পিকার- "মাননীয় সংসদ সদস্য আপনি আপনার ভাষা সংযত করুন।"

সাকা -,"মাননীয় স্পিকার,আমি আবারও চোদনা হয়ে গেলাম।"

৮) ওই মহলটি কি জানে না যে তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই বিলের বক ৷" আওয়ামী লীগের একটি মহল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ করলে সাকা চৌধুরী উপরুক্ত কথাটা বলেন ।

-" ওরা কি জানেনা,আমি সালাউদ্দিন যদি গ্রেনেড মারতাম তাহলে সেটা মিস হত না ৷ শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায় সাকা চৌধুরী এই কথা বলেন ।

৯) কামরুল যে কেরানীগজ্ঞের একজন প্রমোদ বালক এটা কি আমি কখনও বলেছি " নারী নির্যাতন বিষয়ে আইন প্রতিমন্ত্রী কামরুলের একটি বক্তব্যের জবাবে সাকা চৌধুরি এই কথা বলেন

১০) ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন"।

প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগের কথা উল্লেখ করে তিনি এই কথা বলেনview this link

৯| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৭

সেলিম জাহাঙ্গীর বলেছেন: সালাউদ্দিন কাদের চৌধুরী হয়তো
পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু তার
উক্তিগুলো কেয়ামত পর্যন্ত
আম্বালীগের জন্য আতঙ্ক হয়ে থাকবে।
১। "সোনা মিয়া"-কে বানাইসে
"লাল মিয়া" আর "লাল মিয়া"-রে
বানাইসে "সোনা মিয়া"। এখানে
মিয়া-মিয়া কিন্তু ঠিকই আছে।
'সোনা' ডা শুধু "লাল" হইয়া গেছে।
২। আংগুল দেখাবেন না, ওই আংগুল-এ
রিং পরানোর কথা ছিল।
৩। আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে,
এখন দেখি লেজই কুত্তা নাড়ায়।
৪। আমি যদি সালাউদ্দিন কাদের
চৌধুরী থেকে সাকা চৌধুরী হতে
পারি, তাহলে Bangladesh Awami Legue
থেকে BAL(বাল)।
৫। হাসিনার যদি সোনার প্রতি এতই
লোভ থাকে তাহলে ওয়াজেদ
মিয়াকে তো বলতে পারে, আমার
সোনা নিয়ে এতো টানাটানি
কেন?
৬। শেখ হাসিনাকে নিজের ছেলের
বিয়ের দাওয়াত দিতে গেলে
হাসিনা গ্রেনেড মেরে তাকে
হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায়
সাকা বলেন, " আমি গ্রেনেড মারলে
সেটাতো মিস হত না।"
৭। নারী নির্যাতন বিষয়ে কামরুলের
একটি বক্তব্যের জবাবে সাকা বলেন,"
তিনি কেরানীগজ্ঞের একজন প্রমোদ
বালক, এটা কি আমি কখনও বলেছি?"
৮। সংসদে সাকা এক পর্যায়ে
বলেছিলেন, "মাননীয় স্পিকার,
আমিতো চোদনা হয়ে গেলাম"।
স্পিকার এমন অশ্লিল কথা না বলার
অনুরোধ করলে তিনি জবাব দেন, "আমি
আবারও চোদনা হয়ে গেলাম"।
৯। আমি যদি সালাউদ্দিন কাদের
চৌধুরী থেকে সাকা চৌধুরী হতে
পারি, তাহলে শেখ মুজিবর রহমান আজ
থেকে শেমু রহমান।
১০। ভোটের আগের দিন কাঁঠাল
পাতা (টাকা) ছিটালেই ছাগলদের
(ভোটারদের) সমর্থন পাওয়া যাবে।
আমি এসেছি কাঁঠাল (টাকা) পাতা
খাওয়াতে।
১১। বঙ্গবন্ধুর কল্লাটা দাফন করাই
আমার রাজনৈতিক দায়িত্ব।
১২। সংসদ গোরস্থানে পরিণত হয়েছে
শুধু আগরবাতিদেয়া বাকি।
১৩। প্রধানমন্ত্রী তীর্থে যাচ্ছেন
দিল্লির লাড্ডুর আশায়।
১৪। সুশীল সমাজ মানে ভাল নাপিত।
১৫। নাম মালুম, কিন্তু পুরো বেমালুম
হয়ে গেছেন।
১৬। বাবু (চুরুঞ্জিত) ওআইসি নিয়ে কথা
বলার কে, উনাকে ওআইসি নিয়ে
কথা বলতে হলে,আমি ছোট বেলায়
যে জিনিসটা কেটে ফেলে
দিয়েছি, আগে ওই জিনিসটা কেটে
ফেলতে হবে। তারপর বাবুকে ওআইসি
নিয়ে কথা বলতে বলেন।
১৭। মাননীয় স্পিকার এদেশে নতুন
একধরনের ডিজিটাল মেশিন আবিষ্কৃত
হয়েছে, যার একপাশ দিয়ে রাজাকার
ঢুকিয়ে দিলে, অন্য পাশ দিয়ে
মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। আর সেই
মেশিনটির নাম ডিজিটাল
আওয়ামীলিগ মেশিন।
১৮। ওই মহলটি কি জানে না যে তারা
যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই
বিলের বক।
১৯। "মাননীয় স্পিকার,আমি কি
সংসদে কাউকে চোর বলতে পারি?"
স্পিকার বলেন- "না পারেন না।"
সালাহ উদ্দিন কাদের চৌধুরীর উত্তর,
"তাহলে আমি শেখ সেলিম
সাহেবকে চোর বললাম না।"
--------------তন্ময় চৌধুরী ফেসবুক থেকে।

১০| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৩

আমি সাজিদ বলেছেন: আহা ! চোদানীর পোয়াঅল !

১১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৩

এই আমি সেই আমি বলেছেন: সংসদে বক্তৃতার এক পর্যায়ে সাকা চৌধুরী বলেছিলেনঃ

সাকা - ".....মাননীয় স্পিকার,আমিতো চোদনা হয়ে গেলাম।"

স্পিকার- "মাননীয় সংসদ সদস্য আপনি আপনার ভাষা সংযত করুন।"

সাকা -,"মাননীয় স্পিকার,আমি আবারও চোদনা হয়ে গেলাম।"

মাননীয় ব্লগার আমি কিন্তু সংসদে করা সাকার উপরে উল্লেখিত উক্তির অনুকরণে মন্তব্য করেছি।।আমার চোদনা হবার প্রশ্নই আসে না। আর সাকা খালেদা তারেক সম্পর্কে কি বলেছে তা উল্লেখ করেছি । সাকার গেলমাগগীরি করবেন আর সাকার কুখ্যাত উক্ত গুলি জানবেন না তা কি করে হয় । যোগী পতিতা বলে লিংগ গত ভুল করেছে।

এদেশের মানুষ ইন্ডিয়া গিয়েছিল জান বাচাতে আর যুদ্বের ট্রেনিং নি্তে । সাকার বদনাদের সাকা বিহীন বাংলাদেশে থেকে আর লাভ কি । তারা পাকিস্তানে হিজরত করতে পারে ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.