নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

অপরাধী নির্ণয়ে মার্কিন পদ্ধতি

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৪

...২০০৮ সাথের ১৮ই জুলাই জেনাই কোলম্যান নামক একজন স্কুলটিচার তার স্কুলপড়ুয়া মেয়ের জন্য রাস্তার পাশে প্রাইভেট কার পার্ক করে অপেক্ষা করছিলেন...এমনি সময় অজানা কেউ এসে তাকে গুলি করে রাস্তার পাশে মৃত ফেলে রেখে তার প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায়...
.
...পুলিশ অত্যন্ত সিরিয়াসনেস এর সহিত কেসটি আমলে নেয় এবং খুনীকে খোঁজা শুরু করে...তারা খুনীকে খুঁজতে ব্যার্থ হোলেও অল্পকিছুদিনের মধ্যে চুরি যাওয়া কারটি খুঁজে পায়...এবার খুনীকে খুঁজে বের করার গুরুদ্বায়িত্ব পড়ে ফরেনসিক এক্সপার্টদের উপর...
.
...ফরেনসিক এক্সপার্টরা চুরি যাওয়া কারটির সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে...তারা ড্রাইভারের সীটের নিচে একটি খেয়ে ফেলে দেয়া সিগারেটের বাট খুঁজে পায়...বাটের সাথে লেগে থাকা মুখের লালা(saliva sample) এর সাথে তারা জেনাই কোলম্যানের DNA sample match করে দেখে...DNA sample match না করলে তারা বুঝে যায় এটাই আসল ক্রিমিনালের saliva sample...
.
...পুরাতন ক্রিমিনালদের DNA Sample এর সাথে মিলে কিনা সেটা দেখার জন্য তারা কম্পিউটারের স্টোর করে রাখা পুরাতন ক্রিমিনালদের Sample গুলার সাথে মিলিয়ে দেখা শুরু করে...অবশেষে ২০০৯ সালের ফেব্রুয়ারির ৩ তারিখ তা মিলে যায় ডোনাল্ড স্মিথ নামক এক ক্রিমিনালের সাথে যে কিনা এর আগেও ড্রাগ রিলেটেড কেসে এরেস্ট হয়েছিল...
.
...সবকিছু ঠিকভাবেই চলছিল...এরেস্ট হয়ে সাজাপ্রাপ্ত হোয়েও,তথ্য-প্রমাণ থাকা সত্বেও ডোনাল্ড স্মিথ স্বীকারই করতে চাইছিল না যে খুনটি সে করেছে...ফরেনসিক এক্সপার্টরা তাকে পরিপূর্ণভাবে খুনী প্রমাণ করার জন্য আরেকটু খুটিয়ে দেখা শুরু করে...এবার তারা প্রাইভেট কারটিতে কিছু ফিঙ্গারপ্রিন্ট পায় যার সাথে ডোনাল্ড স্মিথ, আর জেনাই কোলম্যান কারোরই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনা..কেস এবার নতুনদিকে মোড় নেয়...
...এদিকে পুলিশ রাস্তার পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খুঁজে পায়...সেখানে স্পষ্ট দেখা যায় ডোনাল্ড স্মিথই শ্যুট করছে জেনাই কোলম্যানকে...কিন্তু ভিডিও ফুটেজ দেখে ডোনাল্ড স্মিথ সবাইকে অবাক করে দিয়ে বলে---"এই ব্যাক্তি তো সে নয়, এ হচ্ছে তার জমজ ভাই(identical twin) রোনাল্ড স্মিথ...কিন্তু রোনাল্ড এর মত ভদ্র ছেলে এই কাজ করবে যার এর আগে কোন ক্রিমিনাল রেকর্ডই নেই??"
.
...ডোনাল্ড এর ভদ্র-ভাল-ভোলাভালা জমজ ভাই রোনাল্ড কে ধরে আনা হয়...saliva sample, fingerprint sample সবকিছু রোনাল্ড এর সাথে মিলে যায়...ডোনাল্ড মুক্তি পেয়ে যায় আর ভোলাভালা ঠান্ডা মাথার নতুন ক্রিমিনাল রোনাল্ড সাজাপ্রাপ্ত হয়...
.
...So, the identical twins can have exact DNA sample bt their fingerprints may not be identical or same...

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন।

আর আমাদের সাগর রুনির খুনি সহ কত কত মোটা দাগের াপরাধিরাই ধরা ছোঁয়ার বাইরে!!!

পোষ্টে ভাল লাগা
++

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

কাউন্টার নিশাচর বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫

ইসু বলেছেন: "..এদিকে পুলিশ রাস্তার পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খুঁজে পায়...সেখানে স্পষ্ট দেখা যায় ডোনাল্ড স্মিথই শ্যুট করছে জেনাই কোলম্যানকে...কিন্তু ভিডিও ফুটেজ দেখে ডোনাল্ড স্মিথ সবাইকে অবাক করে দিয়ে বলে---"এই ব্যাক্তি তো সে নয়, এ হচ্ছে তার জমজ ভাই(identical twin) রোনাল্ড..."

প্রথমেই তো ভিডিও ফূটেজ দিয়ে সমাধানে আসা যেতো।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

কাউন্টার নিশাচর বলেছেন: ভিডিও ফুটেজ প্রথমেই পুলিশের হাতে পৌছায় নাই

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০

অগ্নিপাখি বলেছেন: So, the identical twins can have exact DNA sample bt their fingerprints may not be identical or same...

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

কাউন্টার নিশাচর বলেছেন: এক্স্যাক্টলি

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

ঢাকাবাসী বলেছেন: এসব আমেরিকাতে সম্ভব, আর এটা শুনলে বাংলাদেশের পু... রা ওয়াশরুমে যাবে। ঘুষ আর ..ছাড়া আর কিচু পারে বলে তো শুনিনি।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

কাউন্টার নিশাচর বলেছেন: বাংলাদেশ পুলিশের বেতন কম

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

আজমান আন্দালিব বলেছেন: বাংলাদেশের পুলিশ এসব ডিএনএ, ভিডিও ফুটেজ...এত্ত ঝামেলায় না গিয়ে আশেপাশের কয়েকজনকে ধরে এনে পিটিয়ে স্বীকারোক্তি নিয়ে নিত যে তারাই খুনি। তারপর বাণিজ্য আর বাণিজ্য ...

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

কাউন্টার নিশাচর বলেছেন: তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশ পুলিশ কতটা সৎ, কেননা আল্লাহ বাণিজ্যকে করেছেন হালাল।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

টোকাই রাজা বলেছেন: এটা নিয়ে মুভি বানালে খুব ভাল হত।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

কাউন্টার নিশাচর বলেছেন: ঠিক বলেছেন, অনেক মুভিই সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

রক্তিম দিগন্ত বলেছেন: দারুণ থ্রিলার। কিন্তু ডিএনএ স্যাম্পল আইডেনটিকাল টুইনের সাথে মিলে কি? আমার এইটা জানা নেই।

০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

কাউন্টার নিশাচর বলেছেন: আমারও জানা ছিল না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.