নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার নিশাচর

কাউন্টার নিশাচর › বিস্তারিত পোস্টঃ

মেজর জিয়া পাকি এজেন্ট ছিল?

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬



আঃ লীগ '৭১ এর পুরো কৃতিত্ব কুক্ষিগত করার লক্ষে বেশ কয়েক বছর আগে একটা কথা চালু করে যে যুদ্ধে মেজর জিয়া পাকি এজেন্ট ছিলো এবং এ ব্যাপারে তাদের কাছে প্রমান আছে ।তারা প্রমান হিসাবে সেই সময়ে (মে ২৯,১৯৭১) ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কর্নেল বেগের লিখা মেজর জিয়ার কাছে একটা চিঠি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন এবং ফেইসবুকে ছড়িয়ে দেন।কিন্তু এখানেও তারা নিলজ্জভাবে ধরা পড়ে যায় । এটা অনেকেই জানেন ।
নিচের ছবিতে কর্নেল বেগের চিঠি এডিট করা মেজর জিয়ার কাছে পাঠানো জালিয়াতি চিঠি ।দেখুন তো এখানে কি কি ভুল আছে বা ভুলের গভীরতা কত টুকু - যা আওয়ামীদের বেকায়দায় ফেলে দিয়েছে। তাহলে আসুন নিচের ছবিতে কথিত চিঠিতে বা পত্রটিতে কি লিখা আছে।পত্রটি ইস্যুর তারিখ ২৯ মে ১৯৭১।
"Major Zia Ur Rahman, Pak Army Dacca. We all happy with your job- we must say good job! You will get new job soon, Don't worrie about your family. Your wife and kids are fine. You have to be more carefull about major jalil.
......Col. Baig Pak Army.
আঃ লীগের যোদ্ধারা এটার অনুবাদ করেছে এইভাবে -
(মেজর জিয়াউর রহমান, পাক আর্মি, ঢাকা তোমার কাজে আমরা সবাই খুসি। আমাদের অবশ্যই বলতে হবে তুমি ভালো কাজ করছো। খুব শিগগিরই তুমি নতুন কাজ পাবে। তোমার পরিবার নিয়ে উদ্বিগ্ন হয়োনা। তোমার স্ত্রী ও বাচ্চারা ভালো আছে। তোমাকে মেজর জলিল সম্পর্কে আরো সতর্ক থাকতে হবে। কর্নেল বেগ, পাক আর্মি মে ২৯,১৯৭১)
লক্ষ্য করুন-
*পত্রের তারিখ ২৯মে। আর খালেদা পুত্রসহ গ্রেফতার হয়েছেন ২জুলাই। তাইলে ২৯তারিখে কিভাবে খালেদা আর্মির কাছে থাকে?
*পাক আর্মিতে কর্নেল বেগ নামে কোনো কর্ণেল অফিসারেই ছিল না।
''''''@ যে এডিট করেছে তার ইংরেজী জ্ঞ্যান দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের পাশাপাশি ইংরেজী ভাষাকে ধর্ষন করার জন্য উনার বিচার করা যেতে পারে। আসেন দেখি কি কি কারনে উনার কঠিন বিচার দাবী করা যেতে পারে। ** We all happy with your job. মেইন verb (are) বসে নাই, গ্রামার এর মাকে হত্যার অভিযোগে উনার বিচার চাই। ** Your wife and kids are fine. [শব্দটা হবে children] kids এবং fine -- ফেসবুকীয় চ্যাটের ভাষায় অফিশিয়াল চিঠি লেখার জন্য উনার বিরুদ্ধে অফিশিয়াল ডিসিপ্লিন ভংগের ষড়যন্ত্রের অভিযোগ আনা যেতে পারে। ** worrie -- বানান ভূল এর অপরাধে উনাকে শাস্তি দেয়া যেতে পারে। ** job -- ভূল শব্দ প্রয়োগের জন্য শাস্তি দেয়া যেতে পারে। [শব্দটা হবে assignment ] (আমার ভূল হলে সংশোধন করে দিয়েন) ** You have to be more careful about major Jalil. --- উনার ভূগোল জ্ঞ্যান দেখে বোঝা যায় নকল করে পাশ করেছেন। ৯ নম্বর সেক্টর আর ১১ নম্বর সেক্টর গুলিয়ে ফেলেছেন সে কারনে। ** কর্নেল কে সংক্ষেপে Col. লিখা, নিজের নাম সংক্ষেপে লিখা, আবার Major Zia Ur Rahman, পূর্ননাম পদবী লিখা, আবার major Jalil; এত সব স্ববিরোধিতা দেখে এটা প্রমানিত যে উনি নকল করে পরীক্ষায় পাশ করেছেন। আওয়ামী এডিটর সাহেবের ইংরেজী জ্ঞ্যান এর পাশাপাশি আক্কেল টাও দেখেন, চরের কাছে পাঠানো চিঠি কোডিং না করে, সবার নাম-পরিচয় দিয়ে লিখেছেন। এই জন্য উনারে দিগম্বর করে রাস্তায় ঘোরানো হউক, যাতে উনি কোডিং এর মর্ম টা বুঝতে পারেন। ** You have to be more carefull -- carefull বানান দেখেন(careful হবে)
এখন আপনারাই বলেন এইটা কি কোনো সেনা বাহিনীর কর্তার লেখা চিঠি নাকি কোনো গো-ডক্টরেটধারী সংকরপ্রজাতি হাম্বার লেখা পত্র?
চোরের দলেরা, চুরিটাও ভালো করে শিখলি না।
জিয়ার কাছে লিখা বেগের ফেসবুকীয় ভাষায় অফিশিয়াল চিঠি, যেসব কারনে বেগের ( যদি এই নামে আদৌ কোন কর্নেল থেকে থাকে) এবং যারা এই চিঠি দেখিয়ে সাদাহ্রন সাধারন মানুসের কাছে এবং আওয়ামী গন্ডিতে শহীদ জিয়াকে বিতর্কিত করতে চাচ্ছে তাদের কঠিন বিচার করা উচিত

M. Uddin Ahmed

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

সকাল রয় বলেছেন: যোদ্ধা বানান ভুল

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

কাউন্টার নিশাচর বলেছেন: অনেকগুলো বানানই ভুল

২| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

এম সিয়াম বলেছেন: অস্থির লিখছেন ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

কাউন্টার নিশাচর বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

গ্রিন জোন বলেছেন: বানোয়াট চিঠি...........জিয়া মুক্তিযোদ্ধা ছিল ঠিকই কিন্তু উনি ক্ষমতায় এসে পাকিস্তানপন্থীদের হাত করে বড় বড় পদ দিলেন কেন?

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

কাউন্টার নিশাচর বলেছেন: প্রশ্নের মধ্যে ভুল। উত্তর একবার না, ১০ বার দেয়া হয়েছে। তারপরেও ঘুরে ফিরে একই প্রশ্ন আবার করবেন অন্য কারো ব্লগে, অন্য কোন পোস্টে। উহাই হাম্বাদের চিরাচরিত স্বভাব।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মুহাম্মদ সাইফুর রহমান বলেছেন: কি বলিব... ভাষাইতো খুঁজে পাইনা ।
যারা যুদ্ধ চলাকালীন সময়ে পালিয়ে গিয়েছিলো তারাই নাকি দেশ স্বাধীন হওয়ার পরে দেশে এসে স্বাধীনতার পূর্ণতা দিয়েছে, তারা দেশ প্রেমিক তাদের স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস পালন করে বাঙ্গালীরা। আর যারা যুদ্ধ করল আজ তারানাকি চর রাজাকার। অারো অনেক কিছু দেখা ও শোনার অপেক্ষায় আছি।
ধন্যবাদ- এম.ঊদ্দীন আহমেদ ভাই।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

কাউন্টার নিশাচর বলেছেন: আপনাকেও ধন্যবাদ মুহাম্মদ সাইফুর রহমান ভাই

৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ঢাকাবাসী বলেছেন: আজকাল আবার ১১ বছরের শিশুকেও আম্লীরা মুক্তিযোদ্ধা বানাচ্ছে! লেখা ভাল লেগেছে।

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

কাউন্টার নিশাচর বলেছেন: ধন্যবাদ

৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১

গেম চেঞ্জার বলেছেন: মেজর জিয়াকে নিয়ে এই অপকর্মের নিন্দা জানাই, সাথে বংগবন্ধুকে নিয়ে যেসব অপকর্ম চলছে সেগুলোরও...... X((

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

কাউন্টার নিশাচর বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

কলাবাগান১ বলেছেন: " ১১ বছরের শিশুকেও আম্লীরা মুক্তিযোদ্ধা বানাচ্ছে"

মুক্তিযোদ্ধা শব্দ টা দেখলেই রাজাকারদের আত্মা জ্বলে উঠে......যেভাবেই হোক এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠেপড়ে লাগে।

৩০ লাখ লোখের মৃত্য এরা বুঝে না.. বুঝে কোথায় কোন চিপায় কে মুক্তিযুদ্ধ কে ইউজ করে আখের গুছিয়েছে, সেই খবর কে বড় করে দেখায়ে আর সকল অর্জন কে ছোট করার প্রয়াস।
আজ দেশ স্বাধীন বলেই এসব বলার অপপ্রয়াস পাচ্ছেন, থাকতেন পাকিদের বুটের তলায় তখন বুঝতেন কিভাবে পাসপোর্ট বানায়ে বিদেশে ভ্রমন করা যায় (অবশ্য কথাবার্তায় মনে হয়- তাই চান)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.